প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়, শোকের ছায়া শিক্ষা মহলে

author img

By

Published : Oct 8, 2020, 10:00 PM IST

Anandadeb Mukherjee passes away
Anandadeb Mukherjee passes away ()

প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায় । বয়স হয়েছিল 82 বছর । তাঁর প্রয়াণে শোকের ছায়া শিক্ষা মহলে ।

কলকাতা, 8 অক্টোবর : প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায় । বয়স হয়েছিল 82 বছর । আজ সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষামহলে । বিশেষত পরিবারের একজনকে হারিয়ে শোকাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহল । শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

অধ্যাপক তথা বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়ের জন্ম 1938 সালে । দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন । যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক বছর পর 1956 সালে জিওলজি নিয়ে পড়াশোনা করতে আসেন তিনি । 1961 সালে জিওলজিতেই M.Sc সম্পূর্ণ করেন তিনি । পরে ওই বিভাগেরই এক অধ্যাপকের অধীনে P.hD-ও করেন ।

যাদবপুরে পড়ার সময় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি । 1965 সালে অধ্যাপক হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়েই যোগ দেন ‌। 1991 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সে M.Phil কোর্স চালু হয় তাঁর উদ্যোগে । যাদবপুরে স্কুল অফ ওশিওনোগ্রাফিক স্টাডিজ়ের প্রতিষ্ঠাতাও ছিলেন আনন্দদেব মুখোপাধ্যায় । তিনি স্কুল অফ ওশিওনোগ্রাফিক স্টাডিজ়ের সদস্যও ছিলেন । এছাড়া 1999 থেকে 2003 সাল পর্যন্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সফলভাবে সামলান তিনি । এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমেটেরিয়াস অধ্যাপক হিসেবে নির্বাচিত হন তিনি । দিঘা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদেও ছিলেন আনন্দদেব মুখোপাধ্যায় ।

আজ তাঁর মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় বলেন, "বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি । তিনি দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার ফর ওশিওনোগ্রাফি'-র প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন । পরবর্তীকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন । জীবনের শেষদিন পর্যন্ত তিনি 'ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন'-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন । তাঁর মৃত্যুতে রাজ্যের শিক্ষা জগতে এক বড় শূন্যতার সৃষ্টি হল । আমি আনন্দদেব মুখোপাধ্যায়ের পরিবার-পরিজন, ছাত্র- ছাত্রী ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

প্রায় 65 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এই মানুষটিকে হারিয়ে আজ অধ্যাপক সংগঠন JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় একটি বিবৃতিতে বলেন, "অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত । তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সটেন্ডেড পরিবারের পিলারগুলির মধ্যে অন্যতম একজন ছিলেন, তাঁর এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বিগত প্রায় 65 বছর ধরে । তিনি ছিলেন একজন সন্মানীয় গবেষক, শিক্ষক, প্রশাসক এবং এমন একজন মানুষ যিনি অন্যদের বিশেষত তাঁর ভালোবাসার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত মানুষের কল্যাণে নিজের জীবন নিবেদিত করেছিলেন । আমরা তাঁকে মিস করব ।" 'রাইট টু এডুকেশন ফোরামে'র পক্ষ থেকে কেশব ভট্টাচার্য ও ঈশিতা মুখোপাধ্যায় একটি বিবৃতিতে বলেন, "বিশিষ্ট শিক্ষাবিদ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিজ্ঞানী, অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায় আজ সকালে প্রয়াত হয়েছেন । তাঁর প্রয়াণে শিক্ষা-সাক্ষরতা-জনবিজ্ঞান আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল । 2013 সালে তাঁর হাত ধরেই তৈরি হয় 'সেভ এডুকেশন ফোরাম' । সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করে শিক্ষা ,শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রদের ওপর যে আক্রমণ নেমে আসে, তার প্রতিবাদ করার জন্য অধ্যাপক মুখোপাধ্যায়ের নেতৃত্বে মৌলালি যুবকেন্দ্রে একটি কনভেনশনের মাধ্যমে আত্মপ্রকাশ করে সেভ এডুকেশন ফোরাম । তিনি ওই সংগঠনের আহ্বায়ক ছিলেন । এই ফোরামের প্রত্যেকটি কর্মসূচিতে তিনি তাঁর বয়সের ভারকে তুচ্ছ করে নিজেকে যুক্ত করেন ও বিভিন্ন পরামর্শ দান করেন । পরবর্তীকালে এই ফোরামের নাম পরিবর্তন করে 'রাইট টু এডুকেশন ফোরাম' করা হয় । তাঁর প্রদর্শিত পথেই এই নতুন ফোরাম শিক্ষার উপরে যে কোনও ধরনের আক্রমনের মোকাবিলা করবে এই আশা রাখি । এই সংগঠন তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.