ETV Bharat / city

রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন পার্শ্বশিক্ষকরা

author img

By

Published : Jan 16, 2021, 10:37 PM IST

agitating para teachers write letter with blood to CM
সল্টলেকে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ মঞ্চ

গত 18 ডিসেম্বর থেকে আন্দোলন করছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা । বেতন কাঠামো ও স্থায়ীকরণের দাবিতে চলছে বিক্ষোভ প্রদর্শন । কিন্তু সরকারের তরফে কোনও হেলদোল না থাকায় এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন পার্শ্বশিক্ষকরা ।

কলকাতা, 16 জানুয়ারি : সল্টলেকে 30 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা । কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে দাবি মেটানো দূর । এর জন্য কোনও আলোচনাতেও বসেনি সরকার । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে এবার তাঁকে রক্ত দিয়ে চিঠি লিখলেন পার্শ্বশিক্ষকরা । মোট 12 জন পার্শ্বশিক্ষক 12 টি চিঠি লিখেছেন রক্ত দিয়ে । সেগুলি নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে ।

বেতন কাঠামো ও স্থায়ীকরণের দাবিতে গত 18 ডিসেম্বর থেকে সল্টলেকের রাস্তায় অবস্থান করছেন পার্শ্বশিক্ষকরা । একমাস অতিক্রম হয়ে গেলেও তাঁদের দাবিদাওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনায় বসেনি রাজ্য সরকার । অবস্থান চলাকালীন মাঝেমধ্যে কলকাতার রাস্তায় মানববন্ধন কর্মসূচি করছেন অবস্থানকারীরা । মানববন্ধনের পাশাপাশি রাস্তা ঘেরাও করা হচ্ছিল পার্শ্বশিক্ষকদের তরফে । কিন্তু, দাবি মেটানোর লক্ষ্যে এক পাও এগোতে পারেননি আন্দোলনকারীরা । এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখলেন পার্শ্বশিক্ষকরা । পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "রাজ্যের 48 হাজার পার্শ্বশিক্ষক অবস্থান বিক্ষোভ করছেন । কিন্তু একমাস পার হলেও রাজ্য সরকারের তরফে কোনও হেলদোল নেই । এই পরিস্থিতিতে বিক্ষোভকারীরা রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন ।" চিঠির বয়ান ছিল, "দিদি আমাদের বাঁচান", "দিদি আপনার সিদ্ধান্ত কার্যকর করুন", "দিদি আমরা বাঁচতে চাই" ।

আরও পড়ুন : মৌলালিতে রাস্তায় শুয়ে অবরোধ পার্শ্বশিক্ষকদের

কেউ আঙুলের ডগায় সূচ ফুটিয়ে আবার কেউ সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে এই চিঠি লিখেছেন । রক্ত দিয়ে চিঠি লেখার পথটা কি সঠিক? ভগীরথ ঘোষ বলেন, "অবশ্যই । সরকার যখন কথা না শোনে, তখন শিক্ষকসুলভ প্রতিবাদের ভাষা রক্ত । সরকার 10 বছর ধরে আমাদের রক্ত শোষণ করছে । আমরা 185 জন পার্শ্বশিক্ষককে অকালে হারিয়েছি ।"

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.