ETV Bharat / city

মমতা চাইলে জেলে যেতে রাজি, প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু

author img

By

Published : Jul 9, 2021, 8:58 PM IST

after police case filed against him suvendu adhikari warns mamata banerjee on this issue
মমতা চাইলে জেলে যেতে রাজি, প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ নন্দীগ্রামে হারের যন্ত্রণা থেকে মমতা এসব করছে বলে অভিযোগ শুভেন্দুর ৷

কলকাতা, 9 জুলাই : 2018 সালের একটি ঘটনায় জড়িয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম ৷ সেই ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ সেখানে নাম রয়েছে বিধানসভার বিরোধী দলনেতার ৷ এই ইস্যুতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷

তাঁর দাবি, নন্দীগ্রামে (Nandigram) তাঁর কাছে হেরে গিয়ে প্রতিহিংসা চরিতার্থ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর থেকে মমতা যদি তাঁকে তিনমাস বা ছ’মাস জেলে যেতে বলে, তিনিও তাও যেতে রাজি ৷

আরও পড়ুন : দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্য়ুতে নাম জড়াল শুভেন্দু অধিকারীর, তিন বছর পর দায়ের অভিযোগ

প্রসঙ্গত, 2018 সালে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী আত্মহত্যা করেন ৷ সেই ঘটনায় প্রকৃত তদন্ত হয়নি ৷ এমনই অভিযোগ তুলে শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি প্রকৃত সত্য সামনে তুলে আনার দাবি করেছেন ৷ আর সেই অভিযোগে চারজনের নাম রয়েছে ৷ চারজনের মধ্যে একজন শুভেন্দু ৷

শুক্রবার বিকেলে বিধানসভার সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে ৷ তিনি জানান যে তাঁকে এই ভাবে ভয় দেখিয়ে লাভ নেই ৷ আর ওই ঘটনার চার্জশিটও জমা পড়ে গিয়েছে ৷ তবে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, মৃত নিরাপত্তারক্ষীর আত্মীয় তৃণমূলের (Trinamool Congress) বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ কলকাতার নির্দেশে এটা করা হয়েছে ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্য়ুতে এফআইআর, প্রতিহিংসার রাজনীতি দেখছে বিজেপি

এই কথা বলতে গিয়েই তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর বক্তব্য, ‘‘সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন শুভেন্দু অধিকারী তুমি আমাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছ, তোমাকে তিনমাস বা ছ’মাস জেলে থাকতে হবে ৷ তিনি আমার থেকে বয়সে বড়, তাই তাঁর নির্দেশ মেনে ও তাঁর ইচ্ছেকে মর্যাদা দিয়ে যেদিন বলবেন, তাঁর পরেরদিন থেকে সেই ক’দিন জেলে কাটিয়ে দেব ৷’’

after police case filed against him suvendu adhikari warns mamata banerjee on this issue
বিধানসভায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা

এর পর তাঁর হুঁশিয়ারি, ‘‘আমি ঠিক জায়গায় লড়ে নেব ৷ পুলিশ দেখিয়ে লাভ নেই ৷ হারের যন্ত্রণা থেকে করছেন ৷ 2 মে-র পর থেকে যা করবেন, তাতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লাভ হবে ৷’’

আরও পড়ুন : বাম-কংগ্রেসহীন বিধানসভায় ভাল লাগছে না সুব্রতর

তবে শুধু এই মামলা নয়, মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ নিয়েও এদিন হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷ আগামী 16 তারিখ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুনানি ডেকেছেন ৷ সেখানে কোনও ফল না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান করার প্রতিবাদে বিজেপি বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদ নিচ্ছে না ৷ তাঁরা কমিটিতে থাকবেন সদস্য হিসেবে ৷ সেখান থেকেই সাধারণ মানুষের জন্য লড়াই করবেন ৷

আরও পড়ুন : PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.