ETV Bharat / city

Alipore Jail : বদলে গেল বন্দিদের ঠিকানা, তালা পড়ল আলিপুর সংশোধনাগারে

author img

By

Published : Oct 30, 2021, 10:22 PM IST

এখানেই প্রায় 9 মাস বন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র । চিত্তরঞ্জন দাসও 1934 সালে চার মাস বন্দি ছিলেন এই জেলে । 1932 সালের অক্টোবর মাস থেকে 1933 সালের জুন মাস পর্যন্ত এখানেই বন্দি ছিলেন যতীন্দ্রমোহন বাগচি । আলিপুরের এই সংশোধনাগারের এক তলার চার নম্বর ঘরে বহু বছর বন্দি ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ও । 1934 সালে এই জেলে বন্দি হয়ে আসেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ।

Alipur Jail
বদলে গেল বন্দিদের ঠিকানা, তালা পড়ল আলিপুরে

আলিপুর, 30 অক্টোবর : তালা পড়ল আলিপুর সংশোধনাগারে (Alipore Central Correctional Home) । খালি করে দেওয়া হল গোটা সংশোধনাগার । সরিয়ে নেওয়া হল বন্দিদের ৷ এবার বন্দিদের নতুন ঠিকানা বারুইপুর । এডিজি (কারা) পীযুষ পান্ডে জানালেন, "আগে থেকেই ঠিক ছিল । আজ গোটা প্রক্রিয়া সম্পন্ন হল ।"

আরও পড়ুন : School Reopen : খুলছে স্কুল, স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

এখানেই প্রায় 9 মাস বন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র । সেই ঘটনাকেই সম্মান জানাতে সেখানেই তৈরি হয়েছে ‘নেতাজি ভবন’ । এছাড়াও নেতাজির রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসও 1934 সালে চার মাস বন্দি ছিলেন এই জেলে । 1932 সালের অক্টোবর মাস থেকে 1933 সালের জুন মাস পর্যন্ত এখানেই বন্দি ছিলেন যতীন্দ্রমোহন বাগচি । আলিপুরের এই সংশোধনাগারের এক তলার চার নম্বর ঘরে বন্দি ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ও । 1934 সালে এই জেলে বন্দি হয়ে আসেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু । আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের যে বাড়িটিকে তিনি বন্দি ছিলেন, সেই বাড়িটি বর্তমানে তাঁরই নামাঙ্কিত নেহরু ভবন ।

আরও পড়ুন: Narendra Modi in Vatican: মমতাকে আটকে রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদির, নেপথ্যে গোয়ার রাজনীতি !

গত মঙ্গলবার এই জেলে থাকা 118 জন বন্দিকে 10টি গাড়িতে করে স্থানান্তরিত করা হয় নতুন ঠিকানায় । এই 118 জন বন্দির মধ্যে 71 জনই সাজাপ্রাপ্ত বন্দি । সংশোধনাগারের 30 জন বন্দিকে স্থানান্তরিত করা হয়েছে প্রেসিডেন্সি কেন্দ্রীয় জেলে এবং সম্প্রতি আসা 47 জন বন্দিকে পাঠানো হয়েছে বারুইপুরে । সূত্রের মোতাবেক প্রায় 2000 জন বন্দির ঠিকানা ছিল আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের 25টি ওয়ার্ড । সেই ঠিকানাই বদলে গেল এদিন ৷

আলিপুর, 30 অক্টোবর : তালা পড়ল আলিপুর সংশোধনাগারে (Alipore Central Correctional Home) । খালি করে দেওয়া হল গোটা সংশোধনাগার । সরিয়ে নেওয়া হল বন্দিদের ৷ এবার বন্দিদের নতুন ঠিকানা বারুইপুর । এডিজি (কারা) পীযুষ পান্ডে জানালেন, "আগে থেকেই ঠিক ছিল । আজ গোটা প্রক্রিয়া সম্পন্ন হল ।"

আরও পড়ুন : School Reopen : খুলছে স্কুল, স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

এখানেই প্রায় 9 মাস বন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র । সেই ঘটনাকেই সম্মান জানাতে সেখানেই তৈরি হয়েছে ‘নেতাজি ভবন’ । এছাড়াও নেতাজির রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসও 1934 সালে চার মাস বন্দি ছিলেন এই জেলে । 1932 সালের অক্টোবর মাস থেকে 1933 সালের জুন মাস পর্যন্ত এখানেই বন্দি ছিলেন যতীন্দ্রমোহন বাগচি । আলিপুরের এই সংশোধনাগারের এক তলার চার নম্বর ঘরে বন্দি ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ও । 1934 সালে এই জেলে বন্দি হয়ে আসেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু । আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের যে বাড়িটিকে তিনি বন্দি ছিলেন, সেই বাড়িটি বর্তমানে তাঁরই নামাঙ্কিত নেহরু ভবন ।

আরও পড়ুন: Narendra Modi in Vatican: মমতাকে আটকে রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদির, নেপথ্যে গোয়ার রাজনীতি !

গত মঙ্গলবার এই জেলে থাকা 118 জন বন্দিকে 10টি গাড়িতে করে স্থানান্তরিত করা হয় নতুন ঠিকানায় । এই 118 জন বন্দির মধ্যে 71 জনই সাজাপ্রাপ্ত বন্দি । সংশোধনাগারের 30 জন বন্দিকে স্থানান্তরিত করা হয়েছে প্রেসিডেন্সি কেন্দ্রীয় জেলে এবং সম্প্রতি আসা 47 জন বন্দিকে পাঠানো হয়েছে বারুইপুরে । সূত্রের মোতাবেক প্রায় 2000 জন বন্দির ঠিকানা ছিল আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের 25টি ওয়ার্ড । সেই ঠিকানাই বদলে গেল এদিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.