ETV Bharat / city

Rudranil Ghosh: পার্থ-কাণ্ডে বুদ্ধিজীবীদের নীরবতাকে ব্যঙ্গ ! নয়া কবিতা পোস্ট রুদ্রনীলের

author img

By

Published : Jul 29, 2022, 11:30 AM IST

Updated : Jul 29, 2022, 1:13 PM IST

Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam
Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam

এসএসসি দুর্নীতি এবং সেই তদন্তে কোটি কোটি টাকা উদ্ধার ৷ যা নিয়ে বাংলার বুদ্ধিজীবীমহলের নীরবতাকে কটাক্ষ অভিনেতা রুদ্রনীল ঘোষের ৷ সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিজীবীমহলকে ব্যঙ্গ করে একটি কবিতা পাঠ করলেন তিনি (Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam) ৷

কলকাতা, 29 জুলাই: পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি ৷ আর সেই সূত্রে উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা ৷ যা নিয়ে দু-একজন ছাড়া বাংলার বুদ্ধিজীবীদের আপাতত খুব-একটা মুখ খুলতে দেখা যায়নি ৷ সেই নীরবতাকে ঠুকলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Actor Rudranil Ghosh Criticises Bengali Intellectuals for Their Silence on SSC Scam) ৷ ফেসবুকে একটি ব্যঙ্গ কবিতা পোস্ট করলেন বাংলার বুদ্ধিজীবীদের উদ্দেশে ৷ যে কবিতায় উঠে এল কামদুনি, হাঁসখালি, বগটুই প্রসঙ্গও ৷

রুদ্রনীলের এই কবিতার প্রতিটি শব্দে রয়েছে বিদ্রুপ ৷ যার শুরুটাই অভিনেতা করেছেন, ‘ও বুদ্ধিজীবী’ সম্ভাষণে ৷ পার্থ-কাণ্ডে বুদ্ধিজীবীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘ও বুদ্ধিজীবী, লেখক-কবি ঘুমিয়ে গেলেন নাকি ?’’ আর পরের লাইনেই সরাসরি সরকারি ভাতার প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, সরকারি ভাতা পেয়ে, দাতাদের ভয়ে চুপ করে রয়েছেন সকলে ৷ এসএসসি দুর্নীতিকাণ্ডে এ ভাবেই নানান ব্যঙ্গাত্মক শব্দে বাংলার বুদ্ধিজীবীদের নিশানা করেন রুদ্রনীল ঘোষ ৷

সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিজীবীমহলকে ব্যঙ্গ করে একটি কবিতা পাঠ রুদ্রনীল

ফেসবুকে পোস্ট করা সেই ভিডিয়োতে রুদ্রনীলকে বলতে শোনা গিয়েছে, 2011 সালে অপশাসন শেষ করতে সাধারণ মানুষকে সজাগ করতে রাস্তায় নেমেছিলেন বুদ্ধিজীবীরা ৷ সেই নতুন সরকারের সদ্য প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতিতে সেই সব বুদ্ধিজীবীরা সবাই চুপ কেন ? সেই প্রশ্নই তুলেছেন অভিনেতা ৷

আরও পড়ুন: 'পার্থকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল', তীব্র আক্রমণ অপর্ণা সেনের

এ দিন সরাসরি মমতার ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে নিশানা করেন রুদ্র ৷ তাঁর কথায়, ‘‘বাংলার ‘মা’ বিস্মিত আজ, ‘মাটি’ জুড়ে লজ্জা, ‘মানুষ’ চিনছে লুঠেরাদের, বাংলার শরশয্যা ৷’’ যদিও, অপর্ণা সেন (Aparna Sen) সহ দু-একজন আগেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ৷ গতকাল রাতে এ নিয়ে একটি টুইট করেছিলেন চিত্র পরিচালক অপর্ণা সেন ৷

Last Updated :Jul 29, 2022, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.