ETV Bharat / city

Abhishek Banerjee : বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের

author img

By

Published : Sep 2, 2022, 6:11 PM IST

Updated : Sep 2, 2022, 9:26 PM IST

abhishek-banerjee-launches-attack-against-home-minister-amit-shah-says-his-job-is-to-buy-and-sell-mlas
Abhishek Banerjee : বিধায়ক কেনাবেচাই স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র কাজ, অমিত শাহকে আক্রমণ অভিষেকের

শুক্রবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) ইডির জেরার মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেখান থেকে বেরিয়ে তিনি আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) ৷

বিধাননগর, 2 সেপ্টেম্বর : কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) জেরা শেষে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এখন একটাই কাজ বিধায়ক কেনাবেচা ৷ আর সরকার বদলানো ৷

কয়লা পাচার কাণ্ডে এই নিয়ে তিনবার ইডির জেরার মুখোমুখি হলেন অভিষেক ৷ এর আগে দু’বার তিনি দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে জেরার মুখোমুখি হয়েছিলেন ৷ আজ, শুক্রবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির জেরার মুখোমুখি হন ৷ প্রায় সাড়ে 6 ঘণ্টা তাঁকে জেরা করা হয় ৷

তার পর বাইরে এসে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করেন ৷ সরাসরি নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘নিজের ছেলেকে দেশাত্মবোধ শেখাতে পারেন না । তিনি শুধু বিরোধীদের জনগণের রায়ে নির্বাচিত সরকার ভাঙতে পারেন ।’’

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাপ্পু বলে আখ্যা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তার কথায়, ‘‘ওঁরা অন্য একটি দলের নেতাকে পাপ্পু বলে । জোর গলায় বলছি, ভারতের সবচেয়ে বড় পাপ্পুর নাম অমিত শাহ । বিরোধীশূন্য, ফাঁকা মাঠে গোল দিতে চায় । মাঠে নামুন কত ক্ষমতা দেখি ।’’

তিনি আরও বলেন, ‘‘সেটিংয়ের তত্ত্ব যারা দিচ্ছে, তারা চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ফাঁকা মাঠে গোল করতে । সবাইকে ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে শূন্য করতে দিতে চান । খালি এটাই পারেন অমিত শাহ । তাঁর এখন দুটো কাজ, ছেলেকে জাতীয়তাবাদ শেখান । আর দিল্লির আইনশৃঙ্খলার উন্নতি করুন ।’’

সিজিও কমপ্লেক্সের সামনে থেকেই তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বলেন, ‘‘অমিত শাহ চান বিরোধী শূন্যভাবে সব দখল করতে । আর তাতে সবচেয়ে বড় বাধা তৃণমূল কংগ্রেস । সেকারণেই তাঁকে এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে । তৃণমূল নেতার প্রশ্ন, শুধু যেসব রাজ্যে বিরোধীদের সরকার আছে, সেই রাজ্যগুলিতে ইডি-সিবিআইয়ের হানা কেন ? গুজরাতে কেন সিবিআই হানা হয় না ? বিহারে এতদিন বিজেপির সরকার ছিল, সেখানে এতদিন সিবিআই হানা হত না, এখন কেন হচ্ছে ?’’

অমিত শাহকে আক্রমণ অভিষেকের

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমি হেরে যাওয়ার মানুষ নই । যে ক’বার ডেকেছে সহযোগিতা করেছি । আগামিদিনেও করব । 30 বার ডাকলেও আসব । তবে আমি মাথা নোয়ানোর লোক নই । দিল্লির জল্লাদদের কাছে আমি মাথা নোয়াব না । প্রয়োজন হলে আমি মানুষের কাছে মাথা নোয়াব ।’’

তাঁর দাবি, ‘‘রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেওয়া হচ্ছে । মূলত, ওরা চাইছে বিরোধীশূন্য করতে । রাজনৈতিকভাবে লড়াই করুন ৷ মানুষের আদালতে জবাব পাবেন । যাঁকে মানুষ ক্যামেরার সামনে টাকা নিতে দেখেছে তাঁকে ডাকছে না । আর বিরোধী দল করার জন্য আমাদের ডেকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে হেনস্তা করা হচ্ছে ৷’’

অভিষেকের কথায়, ‘‘এই নিয়ে তৃতীয়বার জেরার মুখোমুখি আমি । গতকালই আমি নোটিশ পেয়েছি । তিনবার আমি, তিনবার আমার স্ত্রী জেরায় হাজিরা দিয়েছে । মোট 60 ঘণ্টারও বেশি জেরা করা হল, কিন্তু নিট ফল জিরো । পাঁচ পয়সার দুর্নীতি প্রমাণ করুন ফাঁসির মঞ্চে প্রাণ দেব ।’’

আরও পড়ুন : গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে, নিশীথকে তুলোধোনা অভিষেকের

Last Updated :Sep 2, 2022, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.