ETV Bharat / city

স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যু, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

author img

By

Published : Mar 8, 2021, 11:36 PM IST

Updated : Mar 8, 2021, 11:52 PM IST

স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যু, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী
স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7 জনের মৃত্যু, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 7 জনের মৃত্যু হল । মৃত্যুর খবর জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু । খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে ৷ এছাড়া একজনকে সরকারি চাকরি দেওয়া হবে ৷

কলকাতা, 8 মার্চ : স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 7 জনের মৃত্যু হল । মৃত্যুর খবর জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু । খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে যে, মৃতদের মধ্যে দুজন রেলকর্মী, চারজন দমকলকর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই । আরও দু’জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান ৷

সুজিত বসু এদিন বলেন, ‘‘আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম । চারজন দমকলের কর্মীর দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হচ্ছে । মূলত দমবন্ধ হয়ে লিফটের বাইরে তাঁরা জ্ঞান হারান ।’’ আগুন নিভে গেলেও মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনাস্থলে আছেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র । মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে ৷ এছাড়া একজনকে সরকারি চাকরি দেওয়া হবে ৷

আরও পড়ুন : কন্যাসন্তান জন্ম দেওয়াতেই খুন ? কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ

স্ট্র্যান্ড রোডে রেলের 13 তলা বিল্ডিং এ আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় । সোমবার সন্ধ্যায় ওই আগুন লাগে ৷ দমকলের 19টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও 17 টি কাজ করেছে বলে দমকল সূত্রে খবর । আগুনের উৎসস্থলে পৌঁছে যান ইতিমধ্যেই দমকল কর্মীরা । দমকল সূত্রের খবর, সেখান থেকে 12 তালায় ছড়িয়ে পড়ে আগুন । সেইখানে ছিল রেলের নথিপত্র রাখার রেকর্ড সেকশন । পরে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালান । হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যেতে সক্ষম হন তাঁরা । ঘিঞ্জি এলাকায় হাওয়াই সামান্য বেগ পেতে হয় দমকল কর্মীদের । কিন্তু নিকটবর্তী স্থানে গঙ্গার উপস্থিতির ফলে সেখান থেকে জল সংগ্রহ করে তাঁরা আগুন নিয়ন্ত্রনে আনার কাজ করেন ।

Last Updated :Mar 8, 2021, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.