ETV Bharat / city

Suvendu Adhikari : 24 জন বিজেপি বিধায়ক 'মিসিং', কটাক্ষ সুদীপের

author img

By

Published : Jun 15, 2021, 2:05 PM IST

Updated : Jun 15, 2021, 3:08 PM IST

24-bjp-mlas-were-not-with-suvendu-adhikari-sneer-by-sudip-banerjee
24-bjp-mlas-were-not-with-suvendu-adhikari-sneer-by-sudip-banerjee

সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই বৈঠকেই থাকার কথা ছিল 74 জন বিজেপি বিধায়কের ৷ কিন্তু 24 জন ছিলেন না ৷ এই অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে বাদানুবাদ ৷

কলকাতা, 15 জুন : 74-এর 24 'মিসিং' ! মুকুল রায়ের পেছন পেছন দলবদলের পাল্টা স্রোতের ইঙ্গিত ? সোমবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যখন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে বৈঠক করতে যান, তখন সব বিজেপি বিধায়কের থাকার কথা ছিল ৷ কিন্তু দেখা গেল, একজন, দু‘জন নয়, একেবারে 24 জন বিজেপি বিধায়ক অনুপস্থিত ৷ এই ঘটনায় কটাক্ষের সঙ্গে গেরুয়া শিবিরকে ঘর সামলানোর পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) ৷

বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী সময় রাজ্যজুড়ে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে ৷ এছাড়াও আরও কিছু বিষয়ে কথা বলতে সোমবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই বৈঠকেই থাকার কথা ছিল 74 জন বিজেপি বিধায়কের ৷ কিন্তু 24 জন ছিলেন না শুভেন্দুর সঙ্গে ৷ ব্যক্তিগত কাজে, অসুস্থতার কারণে কেউ কেউ নাও আসতে পারেন, তাই বলে একেবারে 24 জন বিধায়ক ! রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা, এই ঘটনা দলবদলের পাল্টা স্রোতেরই ইঙ্গিত ৷ মুকুল রায় (Mukul Roy) তৃণমূলে ফেরার পর যার সম্ভাবনা বাড়ছে বৈ কমছে না ৷

এই প্রসঙ্গে মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ সুদীপের কথায়, দলবদল বিরোধী আইন নিয়ে না ভেবে শুভেন্দু আগে নিজের দলের 24 জন বিধায়ককে নিয়ে ভাবুক ৷

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "দলবদল বিরোধী আইন (Anti defection Law) কারও ব্যক্তিগত বিষয় নয় ৷ তা বদলাতে সংসদের দুই কক্ষের অনুমতি লাগবে ৷ বিধানসভার অনুমতি লাগবে ৷ যদি বিধানসভার বিরোধী দলনেতা এই আইনে বদল আনতে চান তাহলে কেন্দ্রকে বলুক ৷"

আরও পড়ুন: Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের

এরপরই সুদীপ বলেন, "আগে 25 জন বিধায়কের অনুপস্থিতির বিষয়টি নিয়ে ভাবুক বিজেপি ৷ তারপর দলবদল বিরোধী আইন নিয়ে কথা বলুক ৷ "

Last Updated :Jun 15, 2021, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.