ETV Bharat / city

Scrub Typhus : আতঙ্ক বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস, সজাগ কলকাতা পৌরনিগম

author img

By

Published : Sep 18, 2021, 6:23 PM IST

10 children affected by Scrub Typhus admitted in b c roy hospital
Scrub Typhus : আতঙ্ক বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস, সজাগ কলকাতা পৌরনিগম

কলকাতায় স্ক্রাব টাইফাসের থাবা ৷ বেলেঘাটার বিসি রায় হাসপাতালে ভর্তি আক্রান্ত 10 শিশু ৷ বাড়ছে অজানা জ্বরের প্রকোপও ৷ মুখ্য পৌর প্রশাসক ফিরহাদ হাকিমের পরামর্শ, ভয়ে নয়, সতর্ক থাকতে হবে ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : করোনা আবহেই কলকাতা শহরে আতঙ্ক বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস (Scrub Typhus) ৷ ইতিমধ্যেই স্ক্রাব টাইফাসে আক্রান্ত 10টি শিশুকে বেলেঘাটার বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্যদিকে, শহরের অন্য হাসপাতালগুলিতেও অজানা জ্বরে আক্রান্ত হয়ে শিশু ভর্তির ঘটনা ক্রমশ বাড়ছে ৷ আর তাতেই চিন্তা বেড়েছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) কর্তৃপক্ষের ৷ তবে পৌর প্রশাসনের পরামর্শ, ভয় না পেয়ে সতর্ক থাকতে হবে ৷ শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্য পৌর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, এখানে যে শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে, তাদের সঙ্গে জলপাইগুড়ির ঘটনার মিল নেই ৷ কলকাতায় যারা জ্বরে ভুগছে, কিছুদিন পর তারা সুস্থও হয়ে উঠছে ৷

আরও পড়ুন : Child Fever : শিশুদের জ্বরে উদ্বেগের কিছু নেই ; আশ্বাস উত্তরবঙ্গে পরিদর্শনে আসা বিশেষজ্ঞদের

ফিরহাদ জানিয়েছেন, পরিস্থিতির উপর সর্বদা নজর রাখছেন তাঁরা ৷ এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও (Mamata Banerjee) বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন ৷ একইসঙ্গে, কলকাতা পৌরনিগমের তরফে থেকে শহরের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে চিঠি পাঠানো হয়েছে ৷ এইসব হাসপাতাল ও নার্সিংহোমে জ্বর নিয়ে ভর্তি হয়েছে শিশুরা ৷ তাদের শারীরিক অবস্থা কেমন থাকছে, ক’জন কতদিনে সুস্থ হয়ে উঠছে, সেই সম্পর্কে প্রত্যেক দিন কলকাতা পৌরনিগমকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে ৷

পরিস্থিতির দিকে নজর রাখছে পৌর প্রশাসন ৷ জানালেন ফিরহাদ হাকিম ৷

কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন, শিশুদের অসুস্থতা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তাঁরা ৷ বিষয়টি নিয়ে ফিরহাদ নিজেও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের সঙ্গে আলোচনা করেছেন ৷ চিকিৎসকরা ফিরহাদকে জানিয়েছেন, ভাইরাস আক্রান্ত হয়েই জ্বরে পড়ছে শিশুরা ৷ তবে চার-পাঁচদিনের মধ্যে সেরেও উঠছে তারা ৷ তবে পরিস্থিতির অবনতি হচ্ছে কিনা, সেদিকে লাগাতার নজর রাখা হচ্ছে ৷

আরও পড়ুন : Child Fever : মালদা মেডিক্যালে ফের শিশু মৃত্যু, তবে সংখ্যা নিয়ে ধোঁয়াশা

প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ বিশেষজ্ঞদের একাংশের অনুমান, তৃতীয় দফায় শিশুদেরই টার্গেট করবে কোভিড ভাইরাস ৷ এদিকে, শিশু-কিশোরদের টিকাকরণ এখনও পরীক্ষামূলকস্তরেই রয়ে গিয়েছে ৷ এই অবস্থায় অজানা জ্বর বা স্ক্রাব টাইফাসের বাড়বাড়ন্ত পরিস্থিতি আরও জটিল করবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.