ETV Bharat / city

Road Accident : বেড়াতে গিয়ে দিল্লিতে পথদুর্ঘটনায় মৃত্যু ডোমজুড়ের 2 বাসিন্দার

author img

By

Published : Oct 24, 2021, 10:09 PM IST

দিল্লিতে বেড়াতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু ডোমজুড়ের দুই বাসিন্দার ৷ তাঁদের মধ্যে একজন পেশায় স্কুল শিক্ষক ৷ উত্তর ভারত বেড়াতে গিয়েছিলেন তাঁরা ৷

Road Accident
দিল্লিতে পথদুর্ঘটনায় মৃত ডোমজুড়ের শিক্ষক-সহ আরও এক

হাওড়া, 24 অক্টোবর : পুজোর পর দিল্লিতে ঘুরতে গিয়ে গ্রেটার নয়ডার কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ডোমজুড়ের এক স্কুলশিক্ষক সহ দুই বাসিন্দার । রবিবার সকাল 9 টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে । পুলিশ জানায়, মৃতেরা হলেন স্কুলশিক্ষক স্বপন ভট্টাচার্য(55) ও স্বর্ণ ব্যবসায়ী সচিন মণ্ডল(23)। ঘটনায় আরও দুজন জখম অবস্থায় সেখানকার হাসপাতালে ভর্তি। নিহত ও আহতদের বাড়ি ডোমজুড়ের মুখার্জিপাড়ায় ।

স্বপনবাবু ও তাঁর প্রতিবেশী স্বর্ণব্যবসায়ী সমীর মণ্ডলের বাড়ির মোট 9 জন সদস্য লক্ষ্মীপুজোর পরের দিন বৃহস্পতিবার দিল্লি, হরিদ্বার, আগ্রা সহ উত্তর ভারত ঘুরতে রওনা দেন । রবিবার সকালে দিল্লি থেকে দুটি গাড়িতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে আগ্রার দিকে যাচ্ছিলেন তাঁরা । পথে তাঁদের একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় রাস্তার ধারে গাড়িটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় । সেই সময় দুরন্ত গতির অন্য একটি গাড়ি দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলের মারা যান জগৎবল্লভপুরের বড়গাছিয়ার হাটাল হাইস্কুলের ইংরেজির শিক্ষক স্বপনবাবু ও তাঁর বন্ধু স্বর্ণব্যবসায়ী সমীর মণ্ডলের ছেলে সচিন । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যবসায়ী সমীর মণ্ডল ও তাঁর মেয়ে ।

দুর্ঘটনার খবর এসে পৌঁছোতেই শোকস্তব্ধ হয়ে পড়ে ডোমজুড়ের মুখার্জিপাড়া ও সংলগ্ন এলাকা। এদিনই দিল্লির উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন মৃতদের আত্মীয়-পরিজনরা ।

আরও পড়ুন : Bomb Blast : কালিয়াচকে বিস্ফোরণে উড়ল তৃণমূল কর্মীর বাড়ির চাল, উদ্ধার জার ভর্তি বোমা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.