ETV Bharat / city

Train Cancelled ইন্টার লকিংয়ের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল

author img

By

Published : Aug 30, 2022, 11:31 AM IST

Multiple trains cancelled on Nagpur Division from South Eastern Railway
Train Cancelled

ইন্টার লকিংয়ের কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিলের ঘোষণা করল (Train Cancelled) দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway) । জেনে নিন কোন দিন কোন ট্রেন বাতিল হয়েছে ।

হাওড়া, 30 অগস্ট: ইন্টার লকিংয়ের কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিলের (Multiple trains cancelled) ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল । নাগপুর ডিভিশনে (Nagpur Division) কাজের জন্যে এই ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) তরফে বলে জানা গিয়েছে ৷ জেনে নিন কোন দিন কোন ট্রেন বাতিল হয়েছে ।

বাতিল ট্রেনগুলির তালিকা (Cancelled Train List):

  • 18109 টাটানগর-ইটওয়ারী এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 18110 ইটওয়ারী - টাটানগর এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 6 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 18030 শালিমার - এলটিটি এক্সপ্রেস, অগস্ট 30 তারিখ থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 18029 এলটিটি-শালিমার এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 12810 হাওড়া - মুম্বই সিএসএমটি এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 12809 মুম্বই সিএসএমটি- হাওড়া এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 12834 হাওড়া - আহমেদাবাদ এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 12833 আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 তারিখ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 12130 হাওড়া- পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 তারিখ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 12129 পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস-হাওড়া এক্সপ্রেস, অগস্ট 30 থেকে সেপ্টেম্বর 4 তারিখ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে ।

আরও পড়ুন: স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত পরিষেবা

  • 12101 এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, অগস্ট 30, সেপ্টেম্বর 2 ও সেপ্টেম্বর 3 বাতিল করা হয়েছে ।
  • 12102 শালিমার-এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, সেপ্টেম্বর 1, 4, 5 বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 22846 হাতিয়া-পুনে এক্সপ্রেস, সেপ্টেম্বর 2 বাতিল করা হয়েছে ।
  • 22845 পুনে-হাতিয়া এক্সপ্রেস, সেপ্টেম্বর 4 বাতিল করা হয়েছে ।
  • 12812 হাতিয়া-এলটিটি এক্সপ্রেস সেপ্টেম্বর 2,3 বাতিল ঘোষণা করা হয়েছে।
  • 12811 এলটিটি-হাতিয়া এক্সপ্রেস, সেপ্টেম্বর 4,5 বাতিল ঘোষণা করা হয়েছে ।
  • 12905 পোরবন্দর - শালিমার এক্সপ্রেস, অগস্ট 31 ও সেপ্টেম্বর 1 বাতিল করা হয়েছে ।
  • 12906 শালিমার-পোরবন্দর এক্সপ্রেস, সেপ্টেম্বর 2,3 বাতিল করা হয়েছে ।
  • 20822 সাঁতরাগাছি -পুনে হামসফর এক্সপ্রেস, সেপ্টেম্বর 3 বাতিল করা হয়েছে ।
  • 20821 পুনে-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস, সেপ্টেম্বর 5 বাতিল করা হয়েছে ।

আরও পড়ুন: হাওড়া ও শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল, সমস্যায় যাত্রীরা

  • 22894 হাওড়া-শ্রীনগর শিরডি এক্সপ্রেস, সেপ্টেম্বর 1 বাতিল করা হয়েছে ।
  • 22893 শ্রীনগর-হাওড়া এক্সপ্রেস, সেপ্টেম্বর 3 বাতিল করা হয়েছে ।
  • 22905 ওখা- শালিমার এক্সপ্রেস, সেপ্টেম্বর 4 বাতিল করা হয়েছে ।
  • 22906 শালিমার-ওখা এক্সপ্রেস, সেপ্টেম্বর 6 বাতিল করা হয়েছে ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.