ETV Bharat / city

Howrah Bridge: হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড শো-এর উদ্য়োগ, কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় বন্দর কর্তৃপক্ষ

author img

By

Published : Oct 10, 2022, 4:55 PM IST

হাওড়া ব্রিজ (Howrah Bridge) বা রবীন্দ্র সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট (Kolkata Port Trust) । আগে তারা 17 কোটি টাকা খরচ করে হাওড়া ব্রিজে আলোর ব্যবস্থা করেছে ৷ এবার লাইট অ্যান্ড শো করার প্রস্তাব পাঠাল কেন্দ্রের কাছে ৷ খরচ হবে প্রায় 35 কোটি টাকা ৷

kolkata-port-trust-planning-to-start-light-and-sound-show-in-howrah-bridge
Howrah Bridge: হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড শো-এর উদ্য়োগ, কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় বন্দর কর্তৃপক্ষ

হাওড়া, 10 অক্টোবর : হাওড়া ব্রিজের (Howrah Bridge) মুকুটে লাগতে চলছে আরেকটি পালক । নতুন আঙ্গিকে তুলে ধরা হবে রবীন্দ্র সেতুকে ৷ এমনটাই ভাবনা বন্দর কর্তৃপক্ষের । প্রকল্পের সম্মতি পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা, এমনটাই জানা যাচ্ছে বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে ।

হাওড়া ব্রিজে বসানো হবে আধুনিক ট্রান্সপারেন্ট এলইডি স্ক্রিন । যাতে সন্ধে নামলেই হাওড়া ব্রিজের মাঝখানে দেখা যাবে লাইট অ্যান্ড সাউন্ড শো (Light and Sound Show) । ব্রিজের ঠিক মাঝখানে বসানো হবে এই স্ক্রিনটি । এটি এমনভাবে তৈরি হবে, যাতে খালি চোখে সহজে স্ক্রিনটি চোখে পড়বে না । এই স্ক্রিনটি আয়তনে প্রায় 1200 বর্গমিটার । তবে দিনের বেলায় এই স্ক্রিনের কারণে হাওড়া ব্রিজের ভিউ-এ কোনও বদল আসবে না । তবে রাত নামলেই শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড ।

Kolkata Port Trust Planning to start Light and Sound Show in Howrah Bridge
হাওড়া ব্রিজ

এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই সংস্কৃতি মন্ত্রকের কাছে জমা পড়েছে প্রস্তাব । মোট 35 কোটি টাকার এই প্রস্তাব পাঠিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ । এই প্রস্তাবে অনুমোদন মিললেই প্রকল্পের কাজ শুরু হবে ৷ আর দ্রুত অনুমোদন মিলবে বলে আশাবাদী বন্দর কর্তৃপক্ষ ।

প্রায় 80 বছরের পুরনো এই ক্যান্টিলিভার ব্রিজটি কলকাতা শহরের বহু ইতিহাসের সাক্ষী । পোশাকি নাম রবীন্দ্র সেতু । কলকাতা ও হাওড়ার সংযোগ স্থাপনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মাধ্যম এই হাওড়া ব্রিজ । আইকনিক এই হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট (Kolkata Port Trust) ।

Kolkata Port Trust Planning to start Light and Sound Show in Howrah Bridge
হাওড়া ব্রিজ

জানা গিয়েছে, একটি বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণকারী সংস্থার সহযোগিতায় একটি ডিপিআর (DPR) বা বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করেছিল কলকাতা বন্দর কর্তৃপক্ষ এবং সেই মতো হাওড়া ব্রিজের সৌন্দর্যায়নের জন্য আর্থিক অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠিয়েছে সংস্কৃতি মন্ত্রকে । কেন্দ্রের থেকে এই আর্থিক অনুমোদন এসে গেলে হাওড়া ব্রিজের সৌন্দর্যায়ন এক নতুন মাত্রা জুড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

উল্লেখ্য, কয়েক বছর আগে 17 কোটি টাকা খরচ করে নতুন আলোর ব্যবস্থা করা হয়েছে হাওড়া ব্রিজে । এবার হাওড়া ব্রিজের সৌন্দর্যায়ন আরও বাড়ানোর জন্য এই উদ্যোগ নিল কলকাতা বন্দর ।

আরও পড়ুন : আন্তর্জাতিক আলো দিবসে সেজে উঠল হাওড়া ব্রিজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.