ETV Bharat / city

বিধিনিষেধ না মেনে মদের দোকানে লম্বা লাইন রেড জোন হাওড়ায়

author img

By

Published : May 4, 2020, 8:47 PM IST

ডোমজুড় মাকরদহ এলাকায় বিকেল তিনটার সময় দোকান খোলে। আজ মদ পাওয়া যাবে এ খবর পেয়ে অনেক আগে থেকেই লম্বা লাইন পড়ে যায় দোকানের সামনে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাইন বাড়তে থাকে পাল্লা দিয়ে। শেষ পর্যন্ত ভিড় সামাল দিতে লাঠি হাতে পুলিশকে নামতে হয় রাস্তায়।দীর্ঘদিন পর মদ পেয়ে খুশি ক্রেতারা। তবে গ্রামীণ এলাকায় কিছু দোকান খুললেও পৌর নিগম এলাকায় দোকান খোলেনি। কিন্তু দোকানে দোকানে দীর্ঘ এই লাইনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মদের দোকানের সামনে যেভাবে পাল্লা দিয়ে লাইন পড়েছে তাতে সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে ?

corona red zone
রেড জোন

হাওড়া,4 মে : অবশেষে খুলল মদের দোকান।ডোমজুড়-মাকরদহ এলাকায় বিকেল তিনটের সময় দোকান খোলে।আজ মদ পাওয়া যাবে এ খবর পেয়ে অনেক আগে থেকেই লম্বা লাইন পড়ে যায় দোকানের সামনে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লাইন বাড়তে থাকে পাল্লা দিয়ে। শেষ পর্যন্ত ভিড় সামাল দিতে লাঠি হাতে পুলিশকে নামতে হয় রাস্তায়।দীর্ঘদিন পর মদ পেয়ে খুশি ক্রেতারা। তবে গ্রামীণ এলাকায় কিছু দোকান খুললেও পৌর নিগম এলাকায় দোকান খোলেনি।

কিন্তু দোকানে দোকানে দীর্ঘ এই লাইনের পর বাসিন্দাদের প্রশ্ন , মদের দোকানের সামনে যেভাবে পাল্লা দিয়ে লাইন পড়েছে তাতে সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে ?

মদের দোকানে সামাজিক দূরত্ব মানার কোনও বালাই নেই। ফলে এই লাইন থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা সর্বাধিক, এই আশঙ্কা করছেন বাসিন্দারা। সেইসঙ্গে রেড জোনের তালিকার সর্বোচ্চ স্থানে রয়েছে হাওড়া। ফলে আশঙ্কা বাড়ছেই।

অভিযোগ, এতদিন শহর এবং গ্রামীণ এলাকায় গোপনে বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে মদ বিক্রি হয়েছে। অভিযোগ, কোথাও দুগুণ কোথাও তিনগুণ তো কোথাও চার গুণ দামে মদ বিক্রি হয়েছে।

আর ক্রমাগত ঊর্ধ্বমুখী এই দামের সঙ্গে পাল্লা দিয়ে তা কিনতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছিল ক্রেতাদের। এমতাবস্থায় হঠাৎই মদের দোকান খোলার সিদ্ধান্তে খুশি ক্রেতারা। তাই লকডাউনে সামাজিক দূরত্ব সহ একাধিক বিধিনিষেধ উড়িয়ে মানুষ ভিড় জমাচ্ছে মদের দোকানে।এ থেকেই অনেকে আশঙ্কা করছেন হাওড়ায় নতুন করে কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.