ETV Bharat / city

Belur Math : এক সপ্তাহ পর সাধারণের জন্য খুলল বেলুড় মঠ

author img

By

Published : Oct 17, 2021, 7:02 PM IST

Belur Math reopens for people but will remain closed on Chhath Puja
ছটে বন্ধ বেলুড় মঠ

দুর্গাপুজোয় বন্ধ থাকলেও, আসন্ন লক্ষ্মীপুজো এবং কালীপুজোয় খোলাই থাকছে বেলুড় মঠ । সেই সময় কোভিড বিধি মেনে সকাল 8টা থেকে বেলা 11টা এবং দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ ৷ তবে আগামী 9 এবং 10 নভেম্বর ছটপুজোয় বেলুড় মঠের দরজা সম্পূর্ণ বন্ধ রাখা হবে ৷

হাওড়া, 17 অক্টোবর : দুর্গাপুজোয় ভক্তসমাগম বাড়লে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা ছিল । তাই গত রবিবার বন্ধ হয়ে গিয়েছিল বেলুড় মঠের দরজা । পুজো মিটতেই, এক সপ্তাহ পর ফের খুলে দেওয়া হল মঠের দরজা । তাতেই রবিবার থেকে ফের ভক্ত সমাগম শুরু হয়েছে সেখানে ।

তবে দুর্গাপুজোয় বন্ধ থাকলেও, আসন্ন লক্ষ্মীপুজো এবং কালীপুজোয় খোলাই থাকছে বেলুড় মঠ । সেই সময় কোভিড বিধি মেনে সকাল 8টা থেকে বেলা 11টা এবং দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ ৷ তবে আগামী 9 এবং 10 নভেম্বর ছটপুজোয় বেলুড় মঠের দরজা সম্পূর্ণ বন্ধ রাখা হবে ৷ গঙ্গার ঘাটে ছট পুজোয় অনুমতি দিলে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে বলে গত বছরও ছটপুজোয় বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ ৷

আরও পড়ুন: Alipurduar Vaccine : আলিপুরদুয়ারে ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ

দুর্গাপুজো উপলক্ষে প্রতিবছরই বেলুড় মঠে ভিড় জমান ভক্তরা ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এ বছর পঞ্চমী থেকে সর্বসাধারণের জন্য মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ভক্তশূন্য মঠেই সম্পাদিত হয় দুর্গাপুজো ৷ এমনকি সংবাদমাধ্যমেরও বিনা বাধায় মঠপ্রাঙ্গনে প্রবেশের অনুমতি ছিল না ৷ বরং গেটপাস থাকলে তবেই ঢোকার অনুমতি ছিল ৷

আবার গেটপাস থাকলেও যখন তখন মঠের ভিতর অবাধ বিচরণের অনুমতি ছিল না কারও ৷ থার্মাল স্ক্রিনিং, করিয়ে প্রয়োজনীয় কাজ মিটিয়েই বেরিয়ে আসতে হতো সকলকে ৷ যদিও এত বিধিনিষেধের মধ্যেও কুমারী পুজো দেখা থেকে বঞ্চিত হতে হয়নি ৷ ভার্চুয়াল মাধ্যমেই অষ্টমীর সকালে সরাসরি কুমারী পুজো সম্প্রচারের অনুমতি দিয়েছিলেন মঠ কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: Kalchini BDO : বিডিও-র আবাসনে বন্দুক নিয়ে হামলা দুষ্কৃতীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.