ETV Bharat / city

ধসের কারণে অন্ডালের হরিশপুরে আতঙ্ক

author img

By

Published : Jul 18, 2020, 9:36 PM IST

Updated : Jul 19, 2020, 5:13 AM IST

খোলামুখ খনির সম্প্রসারণের কারণে অন্ডালের হরিশপুরে ধস দেখা দিচ্ছে ৷ এর ফলে গ্রামের রাস্তাঘাট ও স্থানীয় বাসিন্দাদের বাড়িতে দেখা দিচ্ছে ফাটল ৷ আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ ৷ এদিকে আজ এখানকার বাসিন্দাদের পুনর্বাসনের জন্য জরুরি বৈঠক ডাকেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ৷

panic due to the landslide
বাসিন্দারা আতঙ্কে গ্রাম ছাড়ছে

দুর্গাপুর,18 জুলাই : অন্ডালের হরিশপুরে ধসের কারণে ফাটল দেখা দিচ্ছে রাস্তাঘাট ও স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ৷ ফাটলের কারণে আতঙ্কিত গ্রামবাসীরা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে ৷ অন্যদিকে খনি অঞ্চলের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের জন্য জরুরি বৈঠক করলেন দুর্গাপুরের মহকুমাশাসক ৷


খনি অঞ্চলের বাসিন্দারা জীবনকে বাজি রেখেই বসবাস করতে বাধ্য হচ্ছিল। মাত্র কয়েকদিন আগেই অন্ডাল থানার জামবাদ খোলামুখ খনির সম্প্রসারণের কারণে ECL-এর পরিত্যক্ত আবাসনসহ এক মহিলা মাটির তলায় তলিয়ে যায়। দশদিন পরে ওই মহিলার দেহ উদ্ধার হয়। তারপর গত বুধবার অন্ডালের হরিশপুর এলাকায় ধ্বস দেখা যায় গ্রামের মূল রাস্তায় । তারপর থেকেই আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীর । এর একদিন পর আবার গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। গ্রামবাসীর আশঙ্কা হঠাৎ গ্রাম যদি মাটির তলায় তলিয়ে যায় তাহলে প্রাণে মারা যাবে সকলেই । গ্রামের মানুষ শুক্রবার অন্ডালের BDO-কে ঘিরে বিক্ষোভ দেখান । জেলা ও ব্লক প্রশাসন এবং ECL-র কাছে পুনর্বাসনের জন্য গ্রামবাসী দাবি জানায় ।

হরিশপুরে আতঙ্ক

স্থানীয় বাসিন্দা আনন্দ চৌধুরি জানান, "প্রশাসন ও ECL পুনর্বাসন নিয়ে কোনও সঠিক উত্তর দিতে পারছে না ৷ তাই প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছি। " শনিবার দুর্গাপুরের মহকুমাশাসকের দপ্তরে পুর্নবাসন নিয়ে জরুরি বৈঠক হয়। ECL-এর আধিকারিকরা ,পুলিশের পক্ষ থেকে DCP(পুর্ব) অভিষেক গুপ্তা ও মহকুমাশাসক অনির্বাণ কোলে এই বৈঠকে উপস্থিত ছিলেন । ECL-এর পক্ষ থেকে জানানো হয় পুর্নবাসনের প্যাকেজের সমস্ত অর্থ বরাদ্দ হলেও জমি পাওয়ার ক্ষেত্রে দেরি হওয়ার কারণে পুর্নবাসন দিতে বিলম্ব হচ্ছে। কোরোনা আবহের মধ্যেই অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দারা আতঙ্কে গ্রাম ছাড়ছেন । এই মানুষগুলো জানে না এখন কোথায় যাবে ৷ তবুও তারা প্রাণে বাঁচতে মরিয়া । তাই আতঙ্কে গ্রাম ছাড়ছেন দলে দলে এখানকার মানুষ ।

Last Updated : Jul 19, 2020, 5:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.