ETV Bharat / city

হাসপাতালে অতিরিক্ত গাছ কাটার প্রতিবাদে সুপারকে ঘিরে বিক্ষোভ BJP-র

author img

By

Published : Nov 26, 2019, 1:50 PM IST

Updated : Dec 1, 2019, 1:53 AM IST

durgapur-subdivision-hospital-super vs BJP leaders
cutting-down-extra-trees-

বনবিভাগ থেকে 25টি গাছ কাটার অনুমতি পাওয়া গেছিল ৷ অভিযোগ, তার চেয়ে বেশি গাছ কেটেছে সরকারি হাসপাতাল ৷ বেআইনিভাবে অতিরিক্ত গাছ কাটার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাল BJP ।

দুর্গাপুর, 26 নভেম্বর : দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন মর্গ তৈরি হচ্ছে হাসপাতাল চত্বরের গাছ কেটে । বনবিভাগ থেকে 25টি গাছ কাটার অনুমতি পাওয়া গেছিল ৷ অভিযোগ, সেই অনুমতিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় 34টির মতো গাছ কেটেছে সরকারি হাসপাতাল ৷ বেআইনিভাবে অতিরিক্ত গাছ কাটার জন্য অভিযোগে শনিবার একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখায় । তারপর সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল BJP ।

গাছ কাটার প্রতিবাদে জানাতে গিয়ে সুপারের সঙ্গে বাদানুবাদে জড়ালেন BJP নেতারা । BJP-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের অভিযোগ, হাসপাতাল থেকে গাছ কাটা যাচ্ছে ৷ আর হাসপাতাল সুপার বলছেন তাঁর অসহায়তার কথা ৷ যাতে এ বিষয়ে আরও রহস্য বাড়াছে ।

সোমবার BJP-র এক প্রতিনিধি দল দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাসের সঙ্গে দেখা করেন । বনবিভাগের অনুমতি প্রাপ্ত গাছের সংখ্যার থেকে অতিরিক্ত গাছ কাটার প্রতিবাদ ও দাবি সম্বলিত স্বারকলিপি তুলে দেন সুপারের হাতে । BJP নেতৃত্ব বলে, যদি অভিযুক্ত ঠিকাদার আর দোষীদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের না করে, তাহলে লাগাতার আন্দোলনে নামবে তারা । অভিযোগ উঠেছে পঁচিশটি গাছ কাটার অনুমতি থাকলেও তার থেকে অনেক বেশি গাছ বেআইনিভাবে কেটে নেওয়া হয়েছে । মঙ্গলবার বনবিভাগের আধিকারিকদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসার কথা।

দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার দেবব্রত দাস বলেন, যদি কোথাও কিছু অনিয়ম হয়ে থাকে গাছ কাটার প্রশ্নে তাহলে আইন মেনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । ইতিমধ্যে দুর্গাপুর মৃত্তিকা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ।

Intro:দুর্গাপুর মহকুমা হাসপাতালে নুতুন মর্গ তৈরী হচ্ছে। অভিযোগ,তার জন্য পঁচিশটি গাছ কাটার অনুমতি মিলেছিল বনদফতরের কাছ থেকে।কিন্তু সেই অনুমতি নেওয়া গাছের থেকেও বেশী গাছ কেটে নেওয়া হয়েছে খোদ সরকারী হাসপাতাল থেকে।
গত শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গাপুর মৃত্তিকা এই ইস্যুতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষকে বিক্ষোভ দেখায়। সোমবার বিজেপির পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপারকে ঘিরে ধরে একই ইস্যুতে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো।বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গেল সুপার বনাম বিজেপি নেতাদের।
বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ হাসপাতাল থেকে গাছ কাটা যাচ্ছে আর হাসপাতাল সুপার বলছে তার অসহায়তার কথা যা আরো রহস্য বাড়াচ্ছে। সোমবার বিজেপির এক প্রতিনিধি দল দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ডাঃ দেবব্রত দাসের সাথে দেখা করেন।বনদপ্তরের অনুমতি নেওয়া গাছের থেকে অতিরিক্ত গাছ কাটার প্রতিবাদ ও দাবী সম্বলিত স্বারকলিপি তুলে দেন সুপারের হাতে।
বিজেপি র দাবী যদি অভিযুক্ত ঠিকাদার আর দোষীদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের না করেন তাহলে লাগাতার আন্দোলনে নামবে দল।অভিযোগ উঠেছে পঁচিশটি গাছ কাটার অনুমতি থাকলেও তার থেকে অনেক বেশী গাছ বেআইনীভাবে কেটে নেওয়া হয়েছে।মঙ্গলবার বন দফতরের আধিকারিকদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসার কথা।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার দেবব্রত দাস জানান, যদি কোথাও কিছু অনিয়ম হয়ে থাকে গাছ কাটার প্রশ্নে তাহলে আইন মেনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সব মিলিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গাছ কাটার প্রশ্নে সেই বিতর্কের অবসান কবে কিভাবে হয় সেটাই এখন দেখার বিষয়।ইতিমধ্যে দুর্গাপুর মৃত্তিকা নামে একটি সংস্থার পক্ষ থেকে নিউ টাউনশীপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।।Body:HConclusion:গ
Last Updated :Dec 1, 2019, 1:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.