ETV Bharat / city

CPIM Former MLA: দুর্গাপরে স্মরণসভায় কি ব্রাত্য প্রাক্তন সিপিআইএম বিধায়ক

author img

By

Published : Aug 6, 2022, 10:52 PM IST

শেখ জব্বর ও আশিস দাসগুপ্তের স্মৃতিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান করা হয় ৷ কিন্তু সেখানে প্রাক্তন বাম বিধায়ক তথা দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক সন্তোষ দেবরায় সঠিক সম্মান পায়নি বলে অভিযোগ করেন(Former MLA alleged not get proper respect in CPIM programme) ৷ এই অনুষ্ঠানে অংশ না নিয়ে তাঁদেরকে সম্মান জানিয়ে একাই পোস্টারের মাধ্যমে 'শহিদ দিবস' পালন করলেন তিনি ৷

Former MLA alleged not get proper respect in CPIM programme
CPIM Former MLA

দুর্গাপুর, 6 অগস্ট: আজকের দিন দুর্গাপুরের বামপন্থী শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক কালো দিন । 1966 সাল 5 অগস্ট রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় 'অটো মেশন আন্টি নেশন' স্লোগান তুলে বামপন্থীরা আন্দোলনের নামে । সেই সময় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স গুলি চালায় বলে অভিযোগ । 5 তারিখে গুলিবিদ্ধ হন দুর্গাপুরের বাসিন্দা শেখ জব্বর । তার পরের দিন অর্থাৎ 6 অগস্ট এই দিনেই মৃত্যু হয়েছিল শেখ জব্বরের এবং পুলিশের গুলিতে মৃত্যু হয় আশিস দাসগুপ্তের ।

এই দু'জনের স্মৃতিতে শনিবার দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে করা হয় ৷ কিন্তু সেখানে প্রাক্তন বাম বিধায়ক তথা দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক সন্তোষ দেবরায় সঠিক সম্মান পায়নি বলে অভিযোগ করেন(Former MLA alleged not get proper respect in CPIM programme) ৷ এই অনুষ্ঠানে অংশ না-নিয়ে তাঁদেরকে সম্মান জানিয়ে একাই পোস্টারের মাধ্যমে 'শহিদ দিবস' পালন করলেন তিনি ৷ একরাশ চাপা ক্ষোভ উগড়ে দিলেন সন্তোষ দেবরায় ৷ যদিও তাতে কোনও গুরুত্ব দিতে চাননি বর্তমান সিটুর সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ।

শনিবার আশিস ও জব্বরের স্মরণ সভা ছিল আশিস মার্কেটে । সেখানে যোগদান করলেন না প্রাক্তন বাম বিধায়ক সন্তোষ দেবরায় । ক্ষোভ উগড়ে দিয়ে প্রাক্তন বাম বিধায়ক সন্তোষ দেবরায় বলেন, "অতীতকে বাদ দিয়ে বর্তমান হয় না । আমার তার একাধিক কাজ রয়েছে সেজন্য আমি আগেই শ্রদ্ধা জানিয়ে গেলাম ।" এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমান বাম শ্রমিক সংগঠনের সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, "শহিদ দিবসে প্রাক্তন বাম বিধায়ক সন্তোষ দেবরাইকে শ্রদ্ধার সঙ্গে আমন্ত্রণ করা হয়েছিল ৷ তবে কেন আসেননি, আমি বলতে পারব না ।"

আরও পড়ুন: অধীরের আবেদনে সাড়া না দিয়ে তৃণমূল-বিরোধী আন্দোলনে কি একলা চলতে চাইছে বামেরা ?

পোস্টারের মাধ্যমে 'শহিদ দিবস' পালন করলেন সন্তোষ দেবরায়

যাঁকে ঘিরে প্রকাশ্যে বামেদের গোষ্ঠী কোন্দল । তাহলে কি দুর্গাপুর পূর্বের প্রাক্তন সিপিআইএম বিধায়ক সন্তোষ দেবরায় দলের কাছে আজ ব্রাত্য ? প্রশ্ম উঠছে ।একসময়ের বামপন্থী শ্রমিক আন্দোলনের দুর্গাপুর শহরের মুখ ছিলেন এই সন্তোষ দেবরায় । দীর্ঘদিন তিনি সিপিআইএমের জোনাল কমিটির সম্পাদকের পদ সামলেছেন । কিন্তু আজ তাঁকে দেখা গেল কার্যত একাকী । তিনি আজ শহিদ দিবস উদযাপন করলেন একেবারে নিজের মতো করেই । তাঁর কথাতেও ছিল পুরাতনদের প্রতি উপেক্ষার ইঙ্গিত । দুর্গাপুরে বহু বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন এই সন্তোষ দেবরায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.