ETV Bharat / city

শুধুমাত্র করোনায় মৃতদের দাহ করা হোক বৈদ্যুতিক চুল্লিতে, আলোচনা ডিএমসিতে

author img

By

Published : May 11, 2021, 9:08 PM IST

মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌরসভায় জরুরি বৈঠক হয় । বৈঠকে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পারিষদরা ৷

DMC meeting about Only Corona infected dead body's be cremated in an electric furnace
DMC meeting about Only Corona infected dead body's be cremated in an electric furnace

দুর্গাপুর, 11 মে : আক্রান্তের পাশাপাশি বাড়ছে কোরোনায় মৃত্যুর সংখ্যা । অবস্থা এমন যে দেহ দাহ করা নিয়েও কালোবাজারি শুরু হয়েছে । এই পরিস্থিত সামলাতে সক্রিয় হল দুর্গাপুর পৌরসভা ৷ মৃতদেহের ভিড় সামলাতে দুর্গাপুরের পুরোনো শ্মশানগুলিকে সক্রিয়া করা যায় কিনা তা নিয়ে এদিন বৈঠক হল ।

করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করার জন্য দুর্গাপুরের একমাত্র ভরসা বীরভানপুর শ্মশান । যার জেরে চাপ বাড়ছে ওই শ্মশানে । এত বড় শহরে একমাত্র শ্মশান যেখানে রয়েছে বৈদ্যুতিক চুল্লি । কোভিড ছাড়া অন্য কারণে মৃতদেরও দেহ দাহ করতে এই শ্মশানে আনা হয়ে থাকে । অভিযোগ, দাহ করতে এসে তাঁরাও বিপাকে পড়ছেন ৷ মৃতদেহ জমে থাকায় দাহ করতে অনেক সময় লাগছে ৷ অভিযোগ, এই সুযোগে মৃতদেহ দাহ করা নিয়েও কালোবাজারি শুরু করেছে ৷ দাহ করতে আসা পরিবারের কাছে প্রচুর পরিমান টাকা চাওয়ার অভিযোগ উঠছে।

বৈদ্যুতিক চুল্লি নিয়ে সিদ্ধান্ত দুর্গাপুর পৌরসভার ৷

আরও পড়ুন: বাঁকুড়ায় কোভিড শ্মশানে ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে বিপত্তি

এই অবস্থায় মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌরসভায় জরুরি বৈঠক হয় । বৈঠকে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পারিষদরা ৷ দুর্গাপুরের বিভিন্ন শ্মশান যেগুলি আগে ব্যবহার হত, সেই শ্মশানগুলিতে ফের দাহকাজ শুরু করা যায় কিনা, এই বিষয়ে আলোচনা হয় আজ ।

এই বিষয়ে মহকুমা প্রশাসনের সঙ্গে আলোচনা করে তবেই পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে, জানান দুর্গাপুর পৌরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তিওয়ারি । অন্যদিকে এই সিদ্ধান্ত সঠিক নয় বলেই মনে করছেন পরিবেশ কর্মীরা ।

দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ বলেন, "এই সিদ্ধান্ত সঠিক নয় ৷ এর বদলে শহরের অন্য কোনও জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় নতুন ইলেকট্রিক চুল্লি প্রতিস্থাপন করে সেখানে দাহ করা হোক । নচেত পরিবেষ দূষণ হবে ব্যাপক হারে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.