ETV Bharat / city

অন্ডালে কয়লা উত্তোলনকে ঘিরে উত্তেজনা

author img

By

Published : May 19, 2021, 10:31 PM IST

commotion between the panchayat chief and the villagers over coal mining in Andal durgapur
অন্ডালে কয়লা উত্তলন কেন্দ্র করে পঞ্চায়েত প্রধান ও গ্রামবাসীদের মধ্যে ধুন্ধুমার

14 মে অন্ডালের জামবাদ খোলামুখ কয়লাখনিতে বিস্ফোরণের জেরে পাশের পড়াশকোল গ্রামের 50টি বাড়িতে ফাটল দেখা দেয় ৷ এমনকি গ্রামের রাস্তায় ধস নামে বলে অভিযোগ ৷ যার জেরে গ্রামবাসীরা কয়লাখনিতে কাজ বন্ধ করিয়ে দেয় ৷ তাঁদের দাবি আগে ক্ষতিপূরণ দিতে হবে খনি কর্তৃপক্ষকে ৷ তবে, আজ গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরবাহাদুর সিং ও তাঁর দলবল জোর করে কাজ শুরু করায় ৷

দুর্গাপুর, 19 মে : অন্ডালের জামবাদ খোলামুখ কয়লাখনি থেকে কয়লা তোলাকে ঘিরে গ্রামবাসী এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধানের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ ৷ পঞ্চায়েত প্রধান ও তাঁর দলবলের বিরুদ্ধে গ্রামবাসীদের মারধরের অভিযোগ উঠেছে ৷ এমনকি গ্রামের মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷

প্রসঙ্গত গত 14 মে অন্ডালের জামবাদ খোলামুখ কয়লাখনিতে বিস্ফোরণের জেরে পাশের পড়াশকোল গ্রামের 50টি বাড়িতে ফাটল দেখা দেয় ৷ এমনকি গ্রামের রাস্তায় ধস নামে বলে অভিযোগ ৷ যার জেরে গ্রামবাসীরা কয়লাখনিতে কাজ বন্ধ করিয়ে দেয় ৷ তাঁদের দাবি আগে ক্ষতিপূরণ দিতে হবে খনি কর্তৃপক্ষকে ৷ তবে, আজ গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরবাহাদুর সিং ও তাঁর দলবল জোর করে কাজ শুরু করায় ৷ তখন গ্রামবাসীরা বাধা দিলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: মুখ্যসচিবের বৈঠকের পরেও কাটল না দেউচা-পাচামি কয়লাখনির জমি জট

কিন্তু, খনিতে বিস্ফোরণের পর এই বীরবাহাদুর সিং এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী জানিয়েছিলেন, যতদিন না গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততদিন খনির কাজ বন্ধ থাকবে ৷ হঠাৎ করেই বীরবাহাদুর সিং তাঁর অবস্থান থেকে সরে গিয়ে কাজ শুরু করিয়ে দেন ৷ এ নিয়ে গ্রামবাসীদের অভিযোগ, বীরবাহাদুর সিং নিজে চোরাই কয়লার ব্যবসা করে ৷ সেই কারণেই তিনি গ্রামবাসীদের উপর হামলা চালিয়েছেন ৷ ঘটনার জেরে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ বিশাল পুলিশবাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.