ETV Bharat / city

ভুয়ো নিয়োগপত্র নিয়ে DPL-এ চাকরির জন্য হাজির, আটক 9

author img

By

Published : Sep 25, 2020, 10:14 PM IST

DPL সূত্রে খবর, চাকরির নিয়োগপত্রের বদলে 'প্রজেক্ট PPT ডকুমেন্ট' নিয়ে চাকরির প্রশিক্ষণ নিতে আসে ওই 9 জন চাকরিপ্রার্থী । সেই কাগজে মাসিক বেতন লেখা ছিল 15-17 হাজার টাকা । 14 সেপ্টেম্বর নিয়োগের তারিখ লেখা থাকলেও তাতে নিয়োগকারী হিসাবে কারও নাম ছিল না ।

কোকওভেন থানা

দুর্গাপুর, 25 সেপ্টেম্বর : ভুয়ো নিয়োগপত্র নিয়ে রাজ্য সরকারের তাপবিদ্যুৎ কারখানা DPL-এ চাকরিতে যোগদান করতে এসে পুলিশের হাতে আটক দুই মহিলা-সহ 9 জন । তদন্ত শুরু করেছে কোকওভেন থানা ।

আজ তাপবিদ্যুৎ কারখানা দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড কারখানার (DPL ) প্রশাসনিক ভবনে বাঁকুড়া থেকে 9 জন চাকরিপ্রার্থী হিসেবে দেখা করেন পার্সোন্যাল ডিপার্টমেন্টের আধিকারিক সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে । DPL সূত্রে খবর, চাকরির নিয়োগপত্রের বদলে 'প্রজেক্ট PPT ডকুমেন্ট' নিয়ে চাকরির প্রশিক্ষণ নিতে ওই 9 জন চাকরিপ্রার্থী । সেই কাগজে মাসিক বেতন লেখা ছিল 15-17 হাজার টাকা । 14 সেপ্টেম্বর নিয়োগের তারিখ লেখা থাকলেও তাতে নিয়োগকারী হিসাবে কারও নাম ছিল না । আর এই দেখেই সন্দেহ হয় ওই আধিকারিকের । এরপরই স্থানীয় কোকওভেন থানার পুলিশকে ঘটনাটি জানানো হয় এবং পুলিশ এসে 9 জনকে আটক করে ।

নাম প্রকাশে অনিচ্ছুক চাকরিপ্রার্থী এক যুবতি বলে, বাঁকুড়ার ধলডাঙার বাসিন্দা বাপ্পা সিট নামে তাদের এক পরিচিত যুবক চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল । তার দেওয়া নিয়োগপত্র নিয়েই DPL আধিকারিকদের সঙ্গে দেখা করতে আসা । বাপ্পা নিজেকে DPL-এর কর্মী বলে পরিচয় দিয়েছিল । তবে কোনও নগদ টাকার লেনদেনের কথা সে বলেনি । এখানে এসে তারা জানতে পারে বাপ্পা এখানে চাকরি করে না । সেও ছিল তাদের সঙ্গে ।

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, "ভুয়ো নিয়োগপত্র নিয়ে 9 জন চাকরিতে যোগদান করতে এসেছিল । সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কাগজপত্র দেখার পর স্থানীয় থানায় খবর দেওয়া হয় । DPL-এর নিজস্ব ওয়েবসাইট কিংবা সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে কারখানায় কর্মী নিয়োগ হয়ে থাকে পুলিশকে জানিয়েছি । পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ।"

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট DCP (পূর্ব) অভিষেক গুপ্ত বলেন, "পুলিশ তদন্ত শুরু করেছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক ব্যক্তিদের । যদিও DPL কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করেনি ।" প্রধান অভিযুক্ত বাপ্পা সিট মানসিক বিকারগ্রস্থ বলে প্রাথমিক তদন্তে অনুমান ।

পুলিশ বাপ্পা সিট-সহ বাকি সবাইকে জিজ্ঞাসাবাদ করছে । পুলিশ সূত্রে খবর, বাপ্পা সিট মানসিক বিকারগ্রস্ত বলে অনুমান করা হচ্ছে । সে এলাকায় নিজের মিথ্যা সুখ্যাতি অর্জনের জন্য এই ধরনের কাজকর্ম এর আগেও করেছে বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.