ETV Bharat / city

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মানুষের সর্বনাশ হবে : মানিক সরকার

author img

By

Published : Feb 3, 2021, 8:48 AM IST

Updated : Feb 3, 2021, 8:59 AM IST

west-bengal-assembly-election-2021-manik-sarkar-slams-bjp-goverment
west-bengal-assembly-election-2021-manik-sarkar-slams-bjp-goverment

গতকাল বর্ধমানের সভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার মানুষ এখন বুঝতে পারছেন কী ভুল তাঁরা করেছেন ৷ সোনার ডিমের জন্য হাঁসটাকে মেরে ফেলেছেন ৷ এখন আগামী নির্বাচনের অপেক্ষায় রয়েছেন ত্রিপুরার মানুষ ৷

বর্ধমান, 3 ফেব্রুয়ারি : রাজ্যে এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৷ মঙ্গলবার বর্ধমানের টাউন হলের জনসভায় কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন সিপিআই(এম) নেতা ৷ বলেন, "বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে মানুষের সর্বনাশ হবে ৷"

আরও পড়ুন :দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, ডাক পেলেন শুভেন্দু-রাজীবও

গতকাল রাজ্যে বাম গণতান্ত্রিক নিরপেক্ষ সরকার গড়ার দাবি তুলে বর্ধমানের টাউনহলে সিপিআই (এম)-এর এক সমাবেশ হয় । সভার মূল বক্তাই ছিলেন মানিক সরকার ৷ বক্তব্যের শুরু থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব ছিলেন মানিক সরকার । কৃষি বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে মানিক ৷

কী বললেন মানিক সরকার ৷

মানিক সরকার বলেন, "মানুষকে ভুল বোঝাতে শুরু করেছে বিজেপি । কৃষকবিরোধী বিল পাস করে বড় পুঁজিপতিদের হাত শক্ত করেছে তারা । এর ফলে বড় বড় কর্পোরেট সংস্থাগুলি সুবিধা পাবে । আর সেই কারণেই দেশজুড়ে শুরু হয়েছে কৃষি আইন বাতিলের দাবি ৷ বিজেপির সরকারের নতুন স্লোগান, এই রাজ্যে কংগ্রেস, সিপিআইএম ও তৃণমূল সরকারকে দেখেছেন । বিজেপিকে একবার পশ্চিমবঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হোক । তারা নাকি বাংলাকে সোনার পাত দিয়ে মুড়ে দেবে । এর ফল কী হতে পারে সেটা আজ ত্রিপুরার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন । সেখানকার মানুষ বুঝতে পেরেছেন, বিজেপি তাঁদের কোলে তুলে নাচাতে শুরু করেছে । তাঁদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । মানুষ আজ বুঝেছে, সোনার ডিমের জন্য হাঁসটাকে মেরে ফেলা হয়েছে । এখন তাঁরা আগামী ভোটের জন্য অপেক্ষা করছেন ।"

আরও পড়ুন :শুভেন্দু ‘পরিবর্তনের আর এক নাম’, কী বোঝাতে চাইলেন মুকুল ?

ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গ টেনে মানিক বলেন ,"আরএসএস পরিচালিত বিজেপি গোটা দেশকে হিন্দুরাষ্ট্র করতে চাইছে । ধর্মের মাধ্যমে আজ কৃষক আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে । তাই এই রাজ্যের মানুষদেরও সচেতন হওয়ার সময় এসেছে । কোনওভাবেই বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না । ত্রিপুরার মতো মানুষ যদি আবার ভুল করেন তাহলে তাঁরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনবেন ।"

Last Updated :Feb 3, 2021, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.