ETV Bharat / city

Acid Attack: গৃহবধূর দ্বিতীয় বিয়ে, রাগে মুখে অ্যাসিড মারার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

author img

By

Published : Jul 5, 2022, 10:13 PM IST

গৃহবধূর মুখে অ্যাসিড মারার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে (Acid Attack)৷ অভিযুক্তের নাম গোবিন্দ বিশ্বাস ৷

Man allegedly throws acid to ex wife face in Kalna
Acid Attack

কালনা, 5 জুলাই: প্রাক্তন স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন এক গৃহবধূ । সেটা মেনে নিতে না পেরে তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে । আহত অবস্থায় ওই গৃহবধূকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার জিউধারা এলাকায় ।

জানা গিয়েছে, ওই গৃহবধূর সঙ্গে গোবিন্দ বিশ্বাস নামে এক ব্যক্তির বিয়ে হয়েছিল । তাদের মধ্যে বনিবনা না-হওয়ায় ডিভোর্স হয়ে যায় । ওই গৃহবধূ দ্বিতীয়বার বিয়ে করেন । ঘটনার সময় দ্বিতীয় স্বামী বাড়িতে ছিলেন না । মেয়েকে নিয়ে গৃহবধূ বাড়িতে ছিলেন । সেই সুযোগে প্রথম পক্ষের স্বামী গোবিন্দ বিশ্বাস লুকিয়ে সেখানে ঢুকে পড়ে । এরপরেই জানালা দিয়ে গৃহবধূর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে । এরপরে তিনি পালিয়ে যায় । গৃহবধূর চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে আসে (Man allegedly throws acid to ex wife face in Kalna)।

আরও পড়ুন: পায়ে এফোঁড় ওফোঁড় হয়ে ঢুকেছে রড, কাটোয়ায় জটিল অস্ত্রোপচারে বাঁচল কিশোর

গুরুতর আহত অবস্থায় তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.