ETV Bharat / city

বর্ধমান স্টেশনের নামকরণ হচ্ছে বটুকেশ্বর দত্তর নামে

author img

By

Published : Jul 21, 2019, 5:44 PM IST

Updated : Jul 21, 2019, 9:41 PM IST

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তকে সম্মান জানাতে বর্ধমান স্টেশনের নামকরণ হচ্ছে তাঁর নামে ।

বর্ধমান স্টেশনের নামকরণ হচ্ছে বটুকেশ্বর দত্তর নামে

পটনা ও বর্ধমান, 21 জুলাই : নাম বদলাতে চলেছে বর্ধমান স্টেশনের । নামকরণ হবে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর নামে । বর্ধমানেই তাঁর জন্ম । তাই তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।

1910-এর 18 নভেম্বর । বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার ওঁয়াড়ি গ্রামে জন্ম বটুকেশ্বর দত্তর । স্বাধীনতার পর 1963 সালে তিনি বিহার বিধান পরিষদের সদস্য মনোনীত হয়েছিলেন । গতকালই ছিল তাঁর 54তম প্রয়াণ দিবস । তাই তাঁকে সম্মান জানাতে গতকাল বটুকেশ্বর দত্তর পটনার বাড়ি যান রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই ৷ বাড়ি পরিদর্শনের পরই তিনি জানান, বর্ধমান স্টেশনের নামকরণ তাঁর নামে করা হচ্ছে।

হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য নিজেকে সমর্পিত করেছিলেন বটুকেশ্বর দত্ত । লাহোর ষড়যন্ত্র মামলায় যুক্ত থাকার অভিযোগে ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুর সঙ্গে জেলে যান তিনিও । 1931 সালের 23 মার্চ ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুর ফাঁসি হলেও বটুকেশ্বর দত্তর বয়স কম থাকায় তাঁকে আন্দামানের সেলুলার জেলে পাঠিয়ে দেয় ব্রিটিশ সরকার ।

কেন্দ্রে ক্ষমতায় আসার পর দেশজুড়ে একাধিক রেল স্টেশনের নাম বদল করে BJP । গত বছর মোঘলসরাই স্টেশন হয়েছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর জংশন । শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টার্মিনাস করার আর্জি ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে জানিয়েছে রাজ্য BJP । এরই মাঝে এবার নাম বদল করা হল বর্ধমান স্টেশনের ।

Aligarh (Uttar Pradesh), Jul 21 (ANI): A bike-borne assailant robbed a petrol pump staff of Rs 2,500 at gunpoint in Aligarh's Jawan area. The incident was captured in the CCTV camera installed at the petrol pump on Saturday. Abhishek, ASP (City), Aligarh said, "Three bike-borne men went there and one of them had a gun. He looted Rs 2,500 cash from the petrol pump staff". A case has been registered under the relevant section of the law.
Last Updated : Jul 21, 2019, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.