ETV Bharat / city

Purba Bardhaman Hooch Death: বর্ধমানের হোটেল-ধাবায় বন্ধ মদ বিক্রি, কড়া প্রশাসন

author img

By

Published : Jul 9, 2022, 3:08 PM IST

alcohol selling stop in Purba Bardhaman after Hooch Death Controversy
Purba Bardhaman Hooch Death: বর্ধমানে হোটেল, ধাবায় বন্ধ মদ বিক্রি, কড়া প্রশাসন

বিষ মদ খেয়ে চারজনের মৃত্যুর (Purba Bardhaman Hooch Death) অভিযোগ উঠতেই কঠোর পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন ৷ হোটেল, ধাবায় আপাতত বন্ধ মদ বিক্রি ৷

বর্ধমান, 9 জুলাই: বিষ মদ খেয়ে চারজনের মৃত্যুর (Purba Bardhaman Hooch Death) অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন ৷ জেলা আবগারি দফতরের তরফে সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এছাড়া, জেলা পুলিশের পক্ষ থেকেও হোটেল বা ধাবায় মদ বিক্রি করতে নিষেধ করা হয়েছে ৷ নির্দেশ অমান্য করলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷

বিষ মদ কাণ্ডে কঠোর পূর্ব বর্ধমান পুলিশ প্রশাসন ৷

বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায় বিষাক্ত মদ খেয়ে দু'জনের মৃত্যু হয় বলে অভিযোগ ৷ পরে শুক্রবার সকালে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে আরও দু'জনের মৃত্যু হয় ৷ মৃত শেখ হালিম, শেখ সুরাবতি, চিন্ময় দে ও গৌতম দের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ৷ তবে, বিষ মদ খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: Poisonous Alcohol: বর্ধমানে বিষমদ প্রাণ কাড়ল 3 জনের

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "অসুস্থ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল বলে শুনেছিলাম ৷ সেই সময় তাঁরা মদ্যপ ছিলেন বলে জানা গিয়েছে ৷ কী ঘটনা ঘটেছে, তা জানার জন্য লোক পাঠিয়েছিলাম ৷ আবগারি বিভাগকেও গোটা বিষয়টি জানানো হয়েছে ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ আপাতত, সমস্ত ধাবা, হোটেল ও দোকানে মদ বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে ৷ এই নির্দেশ মানা হচ্ছে কিনা, তা দেখার জন্য নিয়মিত অভিযান চালাবে পুলিশ ৷"

মদ্যপান করে আর কেউ কোথাও অসুস্থ হয়েছেন কিনা, জেলা প্রশাসন সেই খোঁজও নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.