ETV Bharat / city

WB Election : জঙ্গিপুর-সামশেরগঞ্জেও বিপুল জয় তৃণমূলের

author img

By

Published : Oct 3, 2021, 4:12 PM IST

Updated : Oct 3, 2021, 7:48 PM IST

এবার জঙ্গিপুর-সামশেরগঞ্জও তৃণমূলের
এবার জঙ্গিপুর-সামশেরগঞ্জও তৃণমূলের

মুর্শিদাবাদে দু'টি কেন্দ্রেই জয়ী হল তৃণমূল কংগ্রেস ৷ জঙ্গিপুরে জাকির হোসেন 92 হাজার 480 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এবং সামশেরগঞ্জে আমিরুল ইসলাম 26 হাজার 379 ভোটে জয়ী হয়েছেন ৷

বহরমপুর, 3 অক্টোবর : মুর্শিদাবাদে দুই কেন্দ্রেই জয়ী তৃণমূল কংগ্রেস ৷ জঙ্গিপুরে জয়ী জাকির হোসেন ৷ এখানে জয় এসেছে 92 হাজার 480 ভোটের ব্যবধানে ৷ ভবানীপুরে দলনেত্রীর ভোটের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন তিনি ৷ পাশাপাশি সামশেরগঞ্জে আমিরুল ইসলাম 26 হাজার 379 ভোটের ব্যবধানে জয়ী হলেন ৷

জঙ্গিপুর কেন্দ্রে 1 লক্ষ 36 হাজার 444 ভোট পেয়েছেন জয়ী তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৷ এখানে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি ৷ তাদের প্রার্থী সুজিত দাসের প্রাপ্ত ভোট 43 হাজার 964 ৷ তৃতীয় স্থানে রয়েছেন আরএসপির জানেআলম মিঞাঁ প্রাপ্ত ভোট 9 হাজার 67 ৷ এখানে পোস্টাল ব্যালট নিয়ে গণনা হয়েছে মোট 27টি রাউন্ডে ৷

পাশাপাশি সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট 96 হাজার 417 ৷ এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস ৷ তাদের প্রার্থী জইদুর রহমান পেয়েছেন 70 হাজার 38 ভোট ৷ এখানে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি ৷ তাদের প্রার্থী মিলন ঘোষের প্রাপ্ত ভোট 10 হাজার 800 ভোট ৷ সামশেরগঞ্জের সিপিআইএমের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রাপ্ত 6 হাজার 158 ভোট ৷ এখানে তৃণমূল জয়ী হয়েছে 26 হাজার 379 ভোটের ব্যবধানে ৷ এখানে পোস্টাল ব্যালট নিয়ে গণনা হয়েছে মোট 24টি রাউন্ডে ৷

আরও পড়ুন : Anubrata Mondal : মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এটাই স্বাভাবিক, শুভেন্দু পাগলের বাচ্চা ; প্রতিক্রিয়া অনুব্রতর

Last Updated :Oct 3, 2021, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.