ETV Bharat / city

Asansol : পাল্টেছে সময়, চিনা সামগ্রী বন্ধের পর ঘুরবে কি কুমোরপাড়ার ভাগ্য ?

author img

By

Published : Nov 3, 2021, 4:30 PM IST

Asansol, Kalipujo
এবছর কালীপুজোয় বাড়তি লাভের আশায় রয়েছেন আসানসোলের মৃৎশিল্পীরা

করোনাকালে বন্ধ হয়েছে চিনা সামগ্রী আমদানি ৷ সেই সুযোগেই এবছর কালীপুজোয় বাড়তি কিছু লাভের আশা করছেন আসানসোলের কুমোরপাড়া ৷ তার জন্য এবছর তাঁরা তৈরি করেছেন অতিরিক্ত মাটির প্রদীপ ৷ যদি বাজার ধরা যায়, সেই আশায় ৷

আসানসোল, 3 নভেম্বর : লাঠিতে করে ঘোরানো চাকা ঘুরছে শনশন শব্দে । তার ওপরে আঙুলের খেলায় তৈরি হয়ে উঠছে মাটির প্রদীপ । চিত্র বদলে গিয়েছে । চাকা ঘুরছে, প্রদীপও তৈরি হচ্ছে । তবে এখন আর কুমোরপাড়ায় লাঠি দিয়ে চাকা ঘোরানো হয় না । পরিবর্তে স্বয়ংক্রিয় যন্ত্রে মাটির তাল বসিয়ে গড়ে উঠছে মাটির প্রদীপ, সরা কত কি...। আসানসোলের কেডি সিম এলাকায় কুমোরপাড়ায় এখন শেষ মুহূর্তের ব্যস্ততা । উৎসাহ-উদ্দীপনায় কুমোরপাড়ায় এখন প্রদীপ গড়ার কাজ চলছে । কারণ করোনা পরিস্থিতিতে চিনা সামগ্রী নিষিদ্ধ হয়েছে দেশে । সেই সুযোগেই আশার আলো দেখছেন কুমোরপাড়ার মৃৎশিল্পীরা ।

আসানসোল পৌরনিগমের 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেডি সিম এলাকা । বহু বছর আগে ভিনরাজ্য থেকে এখানে উঠে এসেছিল বেশ কয়েকটি কুমোর পরিবার । এঁদের প্রত্যেকেরই পদবি পণ্ডিত । এই পণ্ডিত বংশের লোকেরা বংশানুক্রমে প্রদীপ-সহ নানা মাটির জিনিস বানিয়ে আসছেন । কিন্তু গত কয়েক বছর ধরে মাটির জিনিসের বিক্রি কমে আসছিল । যে দীপাবলিতে প্রদীপ বিক্রি করে একসময় ভাল উপার্জন করতেন মৃৎশিল্পীরা, সেখান থেকে একেবারে তলানিতে ঠেকেছে প্রদীপ বিক্রির হাল । কারণ বাজারে তখন আগ্রাসী কম দামি চিনা আলো । মধ্যবিত্তরা ঐতিহ্য ভুলে এই কম দামি আলো কিনেই দীপাবলি সাজাতেন । বন্ধ হয়ে যাচ্ছিল প্রদীপের বিক্রি । পণ্ডিতপাড়ায় এই প্রজন্মের যুবক-যুবতীরা পেশা বদলের কথা ভাবছিলেন । থেমে যাচ্ছিল হাতে ঘোরাানো চাকা ।

এবছর কালীপুজোয় বাড়তি লাভের আশায় রয়েছেন আসানসোলের মৃৎশিল্পীরা

কিন্তু এখন চিত্রটা খানিক বদলেছে আবার ৷ হাতে ঘোরানো চাকার বদল এসেছে মোটরচালিত স্বয়ংক্রিয় যন্ত্র । তাতেই ঘুরছে চাকা । যেখানে মাটির তাল চাপিয়ে দিয়ে মেশিনে ঘুরিয়ে দেওয়া হয় চাকা । আর তারপর আঙুলের কারসাজিতে কখনও গড়ে ওঠে মাটির ভাঁড়, কখনওবা প্রদীপ, কখনও সরা, আবার কখনও অন্য কিছু । সেই প্রদীপকে রোদে শুকিয়ে নিয়ে চাপানো হচ্ছে ভাটিতে । শেষে গনগনে আঁচে লাল প্রদীপ গড়ে উঠছে । আর এই প্রদীপ নিয়েই আসানসোল বাজার, কোর্ট বাজার, বার্নপুর বাজার-সহ বিভিন্ন এলাকায় পাড়ি দেবেন মৃৎশিল্পীরা নিজেরাই । এবছর বাড়তি উপার্জনের আশায় এখন থেকেই তাদের আনন্দ যেন আর ধরে না । প্রত্যেকেই এই কোভিড পরিস্থিতিতে চিনা আলো বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের প্রদীপের বিক্রি বাড়বে বলেই আশা করছেন । অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি প্রদীপ বানিয়েছেন তাঁরা, তার সবই বিক্রি হয়ে যাবে বলে মনে করছে কুমোরপাড়ার মৃৎশিল্পীরা ।

আরও পড়ুন : North Dinajpur Kali Puja : হাটপাড়ার টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার থেকে ব্রিটেনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.