ETV Bharat / city

বিজেপিতে যোগ দেব না, কোর্টে প্র্যাক্টিস করব; বললেন জিতেন্দ্র তিওয়ারি

author img

By

Published : Dec 18, 2020, 1:12 PM IST

বিজেপিতে যোগ দেবেন না বলে আজ সাফ জানিয়ে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি । কলকাতায় মেয়ের বাড়ি থেকে ফিরে কোর্টে প্র্যাক্টিস করবেন বলে জানান তিনি ।

asd
asd

আসানসোল, 18 ডিসেম্বর : ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি । এরপরই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছিল জল্পনা । যদিও বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে সাফ জানিয়ে দিলেন প্রাক্তন এই তৃণমূল নেতা ।

পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা একটি চিঠি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক । চিঠিতে জিতেন্দ্র লিখেছিলেন, নগর উন্নয়ন মন্ত্রকের স্মার্ট সিটি প্রোজেক্টের জন্য মনোনীত হয়েছিল আসানসোল । এর জন্য প্রায় প্রায় দু'হাজার কোটি টাকা পেত এই শহর । যা শহরের উন্নয়নের কাজে লাগানো যেত । জিতেন্দ্রর অভিযোগ, রাজনৈতিক কারণে প্রকল্পের সুবিধায় আসানসোলকে যোগ করেনি রাজ্য সরকার । এরপরই প্রকাশ্যে ফিরহাদ হাকিমকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি । বৈঠকে ডাকা হলেও যোগ দেননি ।

আরও পড়ুন : তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি

এরপর অবশ্য জিতেন্দ্রর মান ভাঙানোর জন্য তাঁকে ফোন করেছিলেন ফিরহাদ ও মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, তাতেও বরফ গলেনি । বরং তারপরই আসানসোল পৌরনিগমের প্রশাসক পদ ছেড়ে দেন জিতেন্দ্র । এমনকী, তৃণমূলের সব পদ থেকেই ইস্তফা দেন তিনি । তারপরই বাড়ছিল জল্পনা । শোনা যাচ্ছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন । যদিও বিজেপিতে যোগ দেবেন না বলে জানিয়েছেন তিনি । এপ্রসঙ্গে বলেন, "না, কেন বিজেপিতে যোগ দেব ? আমি কোর্টে প্র্যাক্টিস করব । বিজেপিতে যোগ দেব কেন ?" এদিকে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিলে তা মন থেকে মানতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ।

"বিজেপিতে যোগ দেবেন না, কোর্টে প্র্যাকটিস করব", বললেন জিতেন্দ্র তিওয়ারি

আরও পড়ুন : জিতেন্দ্র বিজেপিতে যোগ দিলে মন থেকে মানতে পারবেন না বাবুল

এদিকে পদত্যাগের পরই জিতেন্দ্র তিওয়ারির যাবতীয় নিরাপত্তা প্রত্যাহার করে রাজ্য সরকার । এপ্রসঙ্গে তিনি বলেন, "আগে সরকার ভাবত আমার প্রাণের খুব দাম আছে, তাই আমাকে নিরাপত্তা দিয়েছিল । এখন সরকার ভাবছে আমি মূল্যহীন, আমার প্রাণের দাম নেই । তাই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে ।"

গতকাল তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ সকালে সস্ত্রীক কলকাতার উদ্দেশ্যে রওনা দেন জিতেন্দ্র । মেয়ের সঙ্গে দেখা করার জন্য কলকাতায় যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি । জিতেন্দ্র ও তাঁর স্ত্রী দু'জনেই পেশায় আইনজীবী । তাই কলকাতা থেকে ফেরার পর কোর্টে প্র্যাক্টিস করবেন বলে জানিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.