ETV Bharat / city

উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে আসানসোলে অবরোধ ছাত্রীদের

author img

By

Published : Jul 27, 2021, 8:12 PM IST

পাশ করানোর দাবিতে এবার রাস্তা অবরোধ করল উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্রীরা ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারাবনির দোমোহানিতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিডিও এবং পুলিশ ৷ তাঁদের আশ্বাসে অবরোধ তোলে ছাত্রীরা ৷

আসানসোলে অবরোধ ছাত্রীদের
আসানসোলে অবরোধ ছাত্রীদের

আসানসোল, 27 জুলাই : উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে পাশ করানোর দাবিতে অবরোধ করল ছাত্রীরা ৷ এদিন বারাবনির দোমোহানিতে অবরোধ করে কেলেজোড়া হাইস্কুলের ছাত্রীরা ৷ অভিযোগ, কেলোজোড়া স্কুলের বেশিরভাগ ছাত্রীই ফেল করেছে ৷ তাই পাশ করানোর দাবিতে তারা অবরোধ করে ৷ পরে বিডিও এবং পুলিশের আশ্বাসে অবরোধ তোলে ছাত্রীরা ৷

কেলেজোড়া হাইস্কুলের অধিকাংশ ছাত্রীই উচ্চমাধ্যমিকে ফেল করেছে । এতে স্কুলকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে পথ অবরোধ করে ছাত্রীরা । তারা এদিন আসানসোল-দোমোহানি মূল রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ ৷ খবর পেয়ে এলাকায় পৌঁছন বারাবনির বিডিও সুরজিৎ ঘোষ এবং বারাবনি থানার পুলিশ । বিডিও এবং পুলিশ ছাত্রীদের আশ্বাস দিয়েছেন আগামী 30 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে একটি সদর্থক সিদ্ধান্ত নেওয়া হবে ৷ বিডিও এবং পুলিশের আশ্বাসে অবরোধ তোলে ছাত্রীরা ৷

উচ্চমাধ্যমিক ফল প্রকাশের পর গোটা রাজ্যে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে । মাধ্যমিক এবং একাদশ শ্রেণির নম্বরের উপরে ভিত্তি করেই এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল তৈরি হয়েছে ৷ এবারে উচ্চমাধ্যমিকে যারা অকৃতকার্য হয়েছে তারা ফলাফল মেনে নিতে পারছে না । বারাবনি কেলেজোড়া হাইস্কুলের অধিকাংশ ছাত্রীই অকৃতকার্য হওয়ায় পাশ করানোর দাবিতে এর আগে স্কুলে বিক্ষোভ দেখিয়েছিল ৷ ফল না মেলায় মঙ্গলবার দুপুরে আসানসোল- দোমোহানিতে রাস্তা অবরোধ করে ৷

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে ফেল করায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.