ETV Bharat / city

সরকারি হাসপাতালগুলি সমস্ত রাজ্যবাসীর চিকিৎসা দিতে পারছে না: মলয় ঘটক

author img

By

Published : Dec 14, 2019, 11:20 PM IST

মলয় ঘটক বলেন "আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে 43 টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন । যার মধ্যে একটি হাসপাতাল আসানসোলেও রয়েছে । কিন্তু সরকারি হাসপাতালগুলি রাজ্যের সমস্ত বাসিন্দাদের যথাযথ চিকিৎসা দিতে পারছে না । সে কারণেই অবশ্যই নার্সিংহোমগুলো এগিয়ে আসছে ।"

Govt Hospital Vs Nursing home
সরকারি হাসপাতাল বনাম নার্সিংহোম

আসানসোল, 14 ডিসেম্বর: রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে ৷ তবু এখনও পর্যন্ত সরকারি হাসপাতালগুলি সমস্ত রাজ্যবাসীর চিকিৎসা দিতে পারে না । আর সেই কারণেই এগিয়ে আসছে নার্সিংহোমগুলো । এমনই মন্তব্য করলেন রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক । আজ দুপুরে আসানসোলের একটি নার্সিংহোমে ক্যান্সার চিকিৎসা বিভাগের উদ্বোধন হয় ৷ নিজের কেন্দ্রে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক ৷

মলয়বাবু বলেন "আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে 43 টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন । যার মধ্যে একটি হাসপাতাল আসানসোলেও রয়েছে । কিন্তু সরকারি হাসপাতালগুলি রাজ্যের সমস্ত বাসিন্দাদের যথাযথ চিকিৎসা দিতে পারছে না । সে কারণেই অবশ্যই নার্সিংহোমগুলো এগিয়ে আসছে ।"

মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

মলয় ঘটকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসানসোল মহকুমার BJP সভাপতি প্রশান্ত চক্রবর্তী বলেন, "সত্যি কথাটাই ওনার মুখ দিয়ে বেরিয়ে এসেছে । হয়তো উনি কাল অস্বীকার করে বলবেন এসব মিডিয়ার বানানো । কিন্তু আসল ঘটনা এটাই । আসানসোল জেলা হাসপাতালে রয়েছে কার্যত মহকুমা হাসপাতালের পরিকাঠামো । কিন্তু তাকে জেলা হাসপাতাল করে দেওয়া হয়েছে । উনি নিজেই ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান । তাই তিনি জানেন আসানসোল তথা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল-হকিকত ।"

Intro:রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে তবু এখনও পর্যন্ত সরকারি হাসপাতাল সমস্ত রাজ্যবাসীর চিকিৎসা দিতে পারে না। আর সেই কারণেই এগিয়ে আসছে বেসরকারি নার্সিংহোম গুলো। এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।
আজ দুপুরে আসানসোলের একটি বেসরকারি নার্সিংহোমের অনুষ্ঠানে গিয়ে মলয় ঘটক চিকিৎসা ব্যবস্থায় বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে রাখলেন। মলয় বাবু তাঁর বক্তব্যে বলেন "আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে ৪৩ টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন। যার মধ্যে রয়েছে একটি আসানসোলেও আছে। কিন্তু সরকারি হাসপাতাল রাজ্যের সমস্ত বাসিন্দাদের চিকিৎসা দিতে পারেনা। সে কারণে অবশ্যই বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসছে। কলকাতার পাশাপাশি দুর্গাপুর এবং আসানসোলে বেসরকারি হাসপাতালের চিকিত্সা ব্যবস্থা নিয়ে এদিন আশার কথা শুনিয়েছেন মলয় ঘটক।


Body:..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.