ETV Bharat / city

দুর্ঘটনায় পা হারিয়ে মেলেনি সাহায্য, ECL-এ ধরনায় শ্রমিক

author img

By

Published : Nov 6, 2019, 1:41 PM IST

দুর্ঘটনায় পা হারিয়ে মেলেনি সাহায্য, ECL-এ ধরনায় শ্রমিক

ECL-র খোলামুখ কয়লা খনিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পা হারান হয়ে খনি শ্রমিক কৈলাস সিং । খোলামুখ কয়লা খনিতে ডাম্পার চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে । কিন্তু দুর্ঘটনার এক বছর পেরিয়ে গেলও মেলেনি আর্থিক সহযোগিতা ও পরিবারের কোনও ব্যক্তির চাকরি । এর প্রতিবাদেই সকাল থেকে খনি শ্রমিক কৈলাস সিং পরিবারের সদস্যদের নিয়ে ECL-র কয়লাখনিতে ধরনায় বসেন ।


পাণ্ডবেশ্বর, 6 নভেম্বর : খনি শ্রমিকের ধরনার জেরে বন্ধ হয়ে যায় ECL-র পরিবহন । ঘটনাকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরের ওই খোলামুখ কয়লা খনি চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ।

ECL-র খোলামুখ কয়লা খনিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পা হারান হয়ে খনি শ্রমিক কৈলাস সিং । খোলামুখ কয়লা খনিতে ডাম্পার চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে । সোনপুর বাজারি প্রোজেক্টের ECL-র খোলামুখ কয়লা খনির ভেতরে এই দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার পর হাজার প্রতিশ্রুতি। কিন্তু দুর্ঘটনার এক বছর পেরিয়ে গেলও মেলেনি আর্থিক সহযোগিতা ও পরিবারের কোনও ব্যক্তির চাকরি । এর প্রতিবাদেই সকাল থেকে খনি শ্রমিক কৈলাস সিং পরিবারের সদস্যদের নিয়ে ECL-র কয়লাখনিতে ধরনায় বসেন । খনি শ্রমিকের ধরনার জেরে বন্ধ হয়ে যায় ECL-র পরিবহন । কয়লা তোলা হলেও ক্রেনে করে অন্যত্র চালান বন্ধ থাকে ৷ এর ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই খোলামুখ কয়লা খনি চত্বরে ।

দুর্ঘটনার পর ECL-র শ্রমিক সংগঠন ও অন্যান্য খনি শ্রমিকদের চাপে ECL কর্তৃপক্ষ আলোচনায় বসে কৈলাস সিংয়ের পরিবারকে চাকরি ও আর্থিক সহযোগিতা আশ্বাস দেয় । অথচ এক বছর পেরিয়ে গেলেও মেলেনি কোনও সহযোগিতা । মেলেনি চাকরি । বছর খানেক ধরে কষ্টের মধ্যে আছে ওই খনি শ্রমিকের পরিবার । তাই অবশেষে আজ সকাল থেকে সব পরিবারকে নিয়ে ধরনায় বসে ওই খনি শ্রমিক ।

Intro:ইসিএলের খোলামুখ কয়লা খনিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পা নষ্ট হয়ে যায় খনি শ্রমিক কৈলাস সিং। খোলামুখ কয়লা খনিতে ডাম্পার চালাতে গিয়ে দুর্ঘটনা হয় বলে জানা যায় ।কিন্তু দুর্ঘটনার এক বছর পেরিয়ে গেল মেলেনি তার পরিবারকে আর্থিক সহযোগিতা ও চাকরি। তাই সকাল থেকে খনি শ্রমিক কৈলাস সিং সপরিবারে নিয়ে ইসিএলের কয়লাখনিতে ধর্নায় বসে ওই খনি শ্রমিক। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর শোনপুর বাজারি প্রজেক্টে ।খনি শ্রমিকের ধর্নার জেরে বন্ধ হয়ে যায় ইসিএলের পরিবহন ।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই খোলামুখ কয়লা খনি চত্বরে ।


গত এক বছর আগে সোনপুর বাজারি প্রোজেক্টের ইসিএলের খোলামুখ কয়লা খনির ভেতরে ডাম্পার চালাতে গিয়ে দুর্ঘটনা হয় কৈলাস সিং নামে এক কয়লা খনি শ্রমিক। খোলামুখ কয়লা খনিতে ডাম্পার দুর্ঘটনার শিকার হয় ওই শ্রমিক । দুর্ঘটনায় খনি শ্রমিক কৈলাস সিংয়ের পা নষ্ট হয়ে যায় । সেই সময় ইসিএলের শ্রমিক সংগঠন ও অন্যান্য খনি শ্রমিকদের চাপে ইসিএল কর্তৃপক্ষ আলোচনায় বসে কৈলাস সিংয়ের পরিবারকে চাকরি ও আর্থিক সহযোগিতা আশ্বাস দিয়েছিল । অথচ এক বছর পেরিয়ে গেলেও মেলেনি কোনো সহযোগিতা । মেলেনি তার পরিবারকে চাকরি । বছর খানেক ধরে কষ্টের মধ্যে চলছে ওই খনি শ্রমিকের পরিবার । তাই অবশেষে আজ সকাল থেকে সব পরিবারকে নিয়ে ধর্নায় বসলো ওই খনি শ্রমিক ।


ইসিএলের এক শ্রমিক জানান " ইসিএলের খোলামুখ কয়লা খনিতে কাজ করতে গিয়েই দুর্ঘটনা পা নষ্ট হয় খনি শ্রমিকের ।সেই সময় অন্যান্য খনি শ্রমিক ও ইউনিয়নের চাপে পড়ে ইসিএল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল তার পরিবারকে চাকরি ও আর্থিক সহযোগিতা । প্রায় এক বছর পেরিয়ে গেল ওই খনিশ্রমিকে ইসিএল কর্তৃপক্ষের কাছে থেকে মেলেনি কোন সহযোগিতা । ওই খনি কৈলাস সিংয়ের পরিবারকে যতক্ষণ না পর্যন্ত চাকরি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওই খনি শ্রমিকের পাশে থাকার কথা জানান অন্যান্য খনি শ্রমিকরা।


অন্যদিকে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে মেলেনি কোনো প্রতিক্রিয়া ।Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.