ETV Bharat / city

Suvendu Slams TMC : আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, আমাকে আটকানো সম্ভব নয় : শুভেন্দু

author img

By

Published : Feb 3, 2022, 8:52 PM IST

বৃহস্পতিবার বিকেলে আসানসোল পৌরনিগমে ভোটের (Asansol Municipal Corporation Election 2022) প্রচারে রোড শো করার কথা ছিল শুভেন্দু অধিকারীর (Bengal LoP Suvendu Adhikari) । কিন্তু অনুমতি না পেয়ে রাস্তাতেই ছোট সভা করে প্রচার সারলেন এই বিজেপি বিধায়ক ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, আমাকে আটকানো সম্ভব নয় ৷’’

bjp-leader-suvendu-adhikari-slams-tmc-from-asansol
Suvendu Slams TMC : আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, আমাকে আটকানো সম্ভব নয় : শুভেন্দু

আসানসোল, 3 ফেব্রুয়ারি : রোড শোয়ের অনুমতি না-পেয়ে রাস্তাতেই ছোট সভা করে প্রচার সারলেন বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) । বৃহস্পতিবার বিকেলে আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation Election 2022) 104 এবং 105 নম্বর ওয়ার্ডে রোড শো করার কথা ছিল শুভেন্দু অধিকারীর । কিন্তু সেই রোড শোয়ের অনুমতি পাওয়া যায়নি । আর তারপরেই সাঁকতোড়িয়া অঞ্চলে রাস্তার মাঝে ছোট সভা করে প্রচার সারলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Campign in Asansol Municipal Corporation Election 2022) ।

অনুমতি না পাওয়া নিয়েও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে নিয়েও কটাক্ষ করেন তিনি । শুভেন্দু অধিকারী বলেন, "এখানে কমিশনার, আইসি তোলামূল পার্টিকে ওয়েলিং করতে অনুমতি দেয়নি । এখানকার আইসি পোস্টিং নিতে গেলে কমপক্ষে 75 লক্ষ টাকা ভাইপোকে দিতে হয় । এখানকার সিপি পোস্টিং নিতে গেলে মাসে দু’কোটি টাকা ভাইপোর শান্তিনিকেতনে পৌঁছে দিতে হয় । তাই কিছু কিছু ভিতরের কথা থাকে । তাই বিজেপিকে অনুমতি দেওয়া হয়নি ।"

আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, আমাকে আটকানো সম্ভব নয় : শুভেন্দু

শুভেন্দু অধিকারী বলেন, "আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, আমাকে আটকানো সম্ভব নয় (Suvendu Slams TMC) ।" একই সঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘গোটা রাজ্যটাকে মদের রাজ্য বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় । লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা মায়েদের কাছে কেড়ে নিয়ে মানুষ মেহুল মদ খেয়ে মায়েদের উপরেই অত্যাচার করছে ।’’

আরও পড়ুন : Suvendu Attacks Mamata : মুখ্যমন্ত্রীর গলায় এখনও আটকে মুকুল, দলবদল প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.