ETV Bharat / city

Arms Recovered : বরাকর অস্ত্রকাণ্ডে নয়া মোড়, ডিসেরগড়ে বাড়ির আন্ডারগ্রাউন্ডে মিলল অস্ত্র কারখানা

author img

By

Published : Oct 1, 2021, 7:24 PM IST

শুধু অস্ত্র উদ্ধারই নয়, তল্লাশিতে মিলল আস্ত কারখানা ৷ ডিসেরগড়ে একটি বাড়ির আন্ডারগ্রাউন্ডে চলছিল ওই অস্ত্র কারখানা ৷ সেখানে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে তৈরি হওয়া এবং অসম্পূর্ণ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ৷

Barakar Arms
Barakar Arms

কুলটি, 1 অক্টোবর : গত 23 সেপ্টেম্বর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে কুলটি থানার বরাকর চেকপোস্টে নাকা চেকিং চলাকালীন এক যুবককে গ্রেফতার করা হয় । ওই যুবকের কাছে 25টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । বাইকে করে ব্যাগের মধ্যে খুব সাধারণভাবে সে অস্ত্র নিয়ে যাচ্ছিল পাচারের জন্য । ঘটনায় চমকে যায় পুলিশমহল । এরপরই ধৃত ওই যুবক আশ মহম্মদকে জিজ্ঞাসাবাদ করে উত্তরপ্রদেশ থেকে আরও দু'জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য । কুলটি থানার ডিসেরগড় ভাগাবাঁধ এলাকায় ধৃত আশ মহম্মদের নির্মীয়মাণ বাড়ির আন্ডারগ্রাউন্ড ঘরে গড়ে উঠেছিল অস্ত্র কারখানা । সেখানেই তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আরও প্রচুর অস্ত্র, অস্ত্র বানানোর সরঞ্জাম ।

এর আগে কুলটি থানার নিয়ামতপুর-লছিপুর সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অস্ত্র কারখানার হদিশ পেয়েছিল এসটিএফ । ফের কুলটি থানারই ডিসেরগড় অঞ্চলে এই অস্ত্র কারখানার হদিশ পাওয়া গেল । আজ কুলটি থানার বরাকর ফাঁড়িতে সাংবাদিক সম্মেলন করে ডিসি (পশ্চিম) অভিষেক মোদি জানান, নাকা চলাকালীন আশ মহম্মদকে গ্রেফতার করা হয়েছিল বরাকর চেকপোস্টে । তাকে জিজ্ঞাসাবাদ করেই উত্তরপ্রদেশের আনোয়ার খানের হদিশ পায় পুলিশ । আনোয়ার-সহ তার চালক আফতাব খানকে গ্রেফতার করা হয় । এই আনোয়ার অস্ত্র কেনাবেচার কাজ করত । তাদের জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডে প্রথম একটি অস্ত্র কারখানার হদিশ মেলে । পরে তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিসেরগড়ে এই অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায় ।

Barakar Arms
এই বাড়ির আন্ডারগ্রাউন্ডই চলত অস্ত্র কারখানা

ডিসেরগড়ের ভাগাবাঁধ এলাকায় দামোদর নদের তীরে নির্মীয়মাণ একটি বাড়ি । বাড়িটি ধৃত আশ মহম্মদের বলে জানা গিয়েছে । গত এক বছর ধরে এই বাড়ির আন্ডারগ্রাউন্ড একটি ঘরে অস্ত্র কারখানা চালাচ্ছিল আশ মহম্মদ ৷ পুলিশ জানামাত্র সেই বাড়ির আন্ডার গ্রাউন্ডে অভিযান চালায় ৷ সেখান থেকে উদ্ধার হয়েছে 7টি আগ্নেয়াস্ত্র ৷ সেগুলি এই কারখানাতেই তৈরি হয়েছে ৷ এছাড়াও কুড়িটি অসমাপ্ত আগ্নেয়াস্ত্র, 14টি তৈরি হওয়া ম্যাগাজিন এবং 5টি নির্মীয়মাণ ম্যাগাজিন উদ্ধার হয়েছে ৷ এছাড়াও 13 রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরি করার মেশিন ও সামগ্রীও মিলেছে ।

উত্তরপ্রদেশের সঙ্গে ডিসেরগড়ের এই অস্ত্র কারখানার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ

পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে আরও তথ্য জানার জন্য । সামনেই উত্তরপ্রদেশে নির্বাচন । আশ মহম্মদ কি আনোয়ারকে নির্বাচনে ব্যবহারের জন্য অস্ত্র পাঠাচ্ছিল ? সন্ধান চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন : Arms Recovered : বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বাইক আরোহীর থেকে উদ্ধার 25 আগ্নেয়াস্ত্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.