ETV Bharat / business

FD Interest Rates: বাড়তে পারে ফিক্সড ডিপোজিটে সুদের হার, জেনে নিন এ সংক্রান্ত কিছু তথ্য

author img

By

Published : Dec 2, 2022, 4:57 PM IST

ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়াতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি (FD Interest Rates Likely to Rise) ৷ সেই সঙ্গে বেসরকারি আর্থিক সংস্থগুলিও তাদের এককালীন সঞ্চয়ে (Fixed Deposit) সুদের হার বাড়াতে পারে ৷ জেনে নিন কারা, কীভাবে, কোন ক্ষেত্রে এই সুদের হার বাড়ায় ৷

FD Interest Rates Likely to Rise in New Financial Year
FD Interest Rates Likely to Rise in New Financial Year

কলকাতা, 2 ডিসেম্বর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়িয়েছে আরবিআই (RBI)। এর ফলে ব্যাংক ঋণের সুদের হার বেড়েছে ৷ সেই সঙ্গে সঞ্চিত অর্থের উপর সুদের হার বাজারদরের থেকে অনেকটাই কমে যায় ৷ আর সেই সঙ্গে এফডি’র সুদের হারও কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে (FD Interest Rates Likely to Rise) ৷ এখন অনেক ব্যাংক বার্ষিক সুদের হার 7 শতাংশের কিছু বেশি দিচ্ছে ৷ কয়েকটি ব্যাংক আবার 8 শতাংশের বেশি দিচ্ছে ৷ ক্ষেত্রে যাঁরা এফডি বেছে নেন, তাঁদের কী করা উচিত ? দেখে নেওয়া যাক ৷

বড় রিটার্নের ক্ষেত্রে, বড় ঝুঁকি থাকেই ৷ ফিক্স ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য ৷ বিশেষ করে যাঁরা বাধ্যতামূলক রিটার্নের আশা করেন তাঁদের ক্ষেত্রে ৷ কিন্তু, এখানে সবচেয়ে বড় বাধা বেশি সুদের হারের সঙ্গে যুক্ত ঝুঁকি ৷ কিছু ব্যাংককে খুবই স্থায়ী বলে মনে করা হয় ৷ কিন্তু, তারা খুব কম হারে সুদ দেয় ৷ এর ফলে সরকারি এবং বড় বেসরকারি ব্যাংকগুলি নগদ সংগ্রহ করতে এবং গ্রাহকদের উচ্চ হারে সুদ অফার করতে হিমশিম খাচ্ছে ৷ এসব কিছুকে মাথায় রেখে, আরবিআই স্বীকৃত সমস্ত নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা প্রযোজ্য ৷

বর্তমানে অনেক ছোট ছোট আর্থিক ব্যাংক গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো ৷ যারা ফিক্সড ডিপজিটে 7.25 শতাংশের উপরে সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ যেমন সর্বভারতীয় ক্ষেত্রে উজ্জীবনের মতো আর্থিক সংস্থাগুলি 560 দিনের সঞ্চয়ে 8 শতাংশ সুদ অফার করছে ৷ আর বয়স্কদের জন্য 8.75 শতাংশ সুদ দিচ্ছে ৷ বলা যেতে পারে, বর্তমানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি সুদের হার ৷

যখন সরকারি ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ায় ৷ তখন এরাও সুদের হার কিছুটা বাড়িয়ে দেয় গ্রাহক টানার জন্য ৷ আর সম্প্রতি কয়েকটি সরকারি ব্যাংক এফডি-তে তাদের সুদের হার বাড়িয়েছে ৷ বিভিন্ন ক্ষেত্রে তা 7 শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ বিশেষ হারে সুদ দেওয়া হয়েছে 599-777 দিনের জমার উপরে ৷ 50 বেস পয়েন্টে প্রিমিয়াম জমা দিচ্ছেন এমন 80 বছরের উপরের গ্রাহকদের এই বিশেষ হারে সুদ দেওয়া হচ্ছে ৷ আবার কিছু ব্যাংক 2 বছরের বেশি জমায় 6.25 শতাংশ হারে সুদ দিচ্ছে ৷

আরও পড়ুন: একাধিক ঝুঁকি থেকে বাঁচতে ভেবেচিন্তে বাছুন স্বাস্থ্য বীমা

12 টির মধ্যে 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নির্ধারিত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 6 শতাংশ বা তার কিছু বেশি হারে সুদ দিচ্ছে ৷ তবে, সব ব্যাংক এবার গ্রাহকদের জমার উপর নির্ভর করে সুদের হার বাড়াতে আগ্রহী ৷ অন্যদিকে, পোস্ট অফিসে 5 বছরের সঞ্চয়ে 6.70 শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে ৷ ফলে দেখা যাচ্ছে, ব্যাংকগুলি সুদের হার বাড়ালেও, পোস্ট অফিসগুলি সুদের হার বাড়াচ্ছে না ৷

আরও পড়ুন: নো কস্ট ইএমআই-তে দামি টিভি-মোবাইল কেনার লোভ ? দেখে নিন

তবে, ব্যাংকিং সংস্থার সঙ্গে যুক্ত নয় এমন এবং গৃহঋণ প্রদান করে এমন বেসরকারি সংস্থাগুলি কর্পোরেট ফান্ড থেকে টাকা সংগ্রহ করে ৷ এই সংস্থাগুলির ক্ষেত্রে এই সুদের হার বৃদ্ধির বিষয়টি প্রযোজ্য নয় ৷ মূলত কর্পোরেট সংস্থার মাধ্যমে চলা এই ফিক্সড ডিপোজিটগুলি ব্যাংকের থেকে বেশি হারে সুদ দেয় ৷ তবে, কোথায় সঞ্চয় জমা করবেন, তা পুরোপুরি গ্রাহকের সিদ্ধান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.