ETV Bharat / business

Adani to Raise Fund: দুটি গ্রুপ কোম্পানিতে শেয়ার বিক্রি করে 21000 কোটি টাকা সংগ্রহ করবে আদানিরা

author img

By

Published : May 13, 2023, 5:04 PM IST

Adani to Raise Fund
আদানি গোষ্ঠী

দুটি গ্রুপ কোম্পানিতে শেয়ার বিক্রি করে মোট 21000 কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছেন আদানি গোষ্ঠী ৷ হিন্ডেনবার্গের রিপোর্টের জোরালো ধাক্কার পর ঘুরে দাঁড়াতে এটা তাঁদের সাহসী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 13 মে: জালিয়াতির অভিযোগে জোরালো ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া বিলিয়নেয়ার গৌতম আদানি ৷ আদানি গোষ্ঠী দুটি গ্রুপ কোম্পানিতে শেয়ার বিক্রির মাধ্যমে 21,000 কোটি টাকা (2.5 বিলিয়ন মার্কিন ডলারের বেশি) সংগ্রহ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ৷ আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, গ্রুপের ফ্ল্যাগশিপ ফার্ম 12,500 কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে এবং বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানি আদানি ট্রান্সমিশন আরও 8,500 কোটি টাকা সংগ্রহ করবে ৷ কোম্পানিগুলি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এ কথা জানিয়েছে ।

পুনর্নবীকরণযোগ্য শক্তি শাখার বোর্ড আদানি গ্রিন এনার্জি লিমিটেডেরও শনিবার তহবিল সংগ্রহের জন্য বৈঠক করার কথা ছিল কিন্তু সেই বৈঠক 24 মে পর্যন্ত স্থগিত করা হয় ৷ যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের শেয়ার ইস্যু করার মাধ্যমে তহবিল সংগ্রহ করা হবে । বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীরা শেয়ার কেনার ব্যাপারে প্রবল আগ্রহ প্রকাশ করেছেন ।

একটি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে আদানি এন্টারপ্রাইজেস শনিবার বলেছে যে, তার বোর্ড "প্রতিটি কোম্পানির 1 টাকা অভিহিত মূল্যের ইক্যুইটি শেয়ার এবং/অথবা অন্যান্য যোগ্য সিকিউরিটিজ বা এর যে কোনও সংমিশ্রণ ইস্যু করার মাধ্যমে তহবিল সংগ্রহের অনুমোদন দিয়েছে ।"

হিন্ডেনবার্গ রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদানি এন্টারপ্রাইজেস 20,000 কোটি টাকার ফলো-অন পাবলিক অফার (এফপিও) বাতিল করতে বাধ্য হওয়ার তিন মাস পরে এই সিদ্ধান্ত নেওয়া হল । অফারটি সম্পূর্ণভাবে সাবস্ক্রাইব করা হয়েছিল কিন্তু কোম্পানি গ্রাহকদের টাকা ফেরত দিয়েছে । সূত্র জানিয়েছে যে, কোম্পানির স্টকটি এফপিও-তে 3,112 টাকা থেকে 3,276 টাকার দামের রেঞ্জে দেওয়া হয়েছিল, তা এখন 1,964 টাকায় (শুক্রবার শেষ মূল্যে) পাওয়া যাচ্ছে ।

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ জানুয়ারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে অ্যাকাউন্টিং জালিয়াতি এবং স্টক মূল্যের হেরফের করার অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশ করে ৷ যার ফলে স্টক মার্কেটে ধস নামে আদানি গোষ্ঠীর শেয়ারে ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আদানি-হিন্ডেনবার্গ মামলার শুনানি শুক্রবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.