ETV Bharat / business

সপ্তাহ শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার

author img

By

Published : Mar 1, 2021, 1:45 PM IST

Sensex surges over 500 pts in early trade; Nifty tops 14,680
সপ্তাহ শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার

সোমবার বাজার খুলতেই 500 পয়েন্ট ছাড়িয়ে গেল সেনসেক্স ৷ গত মরশুমের তুলনায় 508.98 পয়েন্ট বা 1.04 শতাংশ উত্থান ঘটেছে বম্বে স্টক এক্সচেঞ্জের ৷ সূচক উঠেছে 49 হাজার 608.97 পয়েন্টে ৷ অন্যদিকে, এনএসই নিফটির সূচক পৌঁছে গিয়েছে 14 হাজার 682.30 পয়েন্টে ৷ যা গত মরশুমের তুলনায় 153.15 পয়েন্ট বা 1.05 শতাংশ বেশি ৷

মুম্বই, 1 মার্চ: ফের চাঙ্গা শেয়ার বাজার ৷ সোমবার বাজার খুলতেই 500 পয়েন্ট ছাড়িয়ে গেল সেনসেক্স ৷ সূত্রের খবর, টানা প্রায় ছ’মাসের মন্দার পর গত অক্টোবর-ডিসেম্বর থেকেই ছন্দে ফিরতে শুরু করেছে ভারতের ঘরোয়া বাজার ৷ তার জেরেই এই উত্থান বলে মত লগ্নিকারীদের ৷

গত মরশুমের তুলনায় 508.98 পয়েন্ট বা 1.04 শতাংশ উত্থান ঘটেছে বম্বে স্টক এক্সচেঞ্জের ৷ সূচক উঠেছে 49 হাজার 608.97 পয়েন্টে ৷ অন্যদিকে, বাজার খুলতেই চড়চড়িয়ে উত্থান হয়েছে ন্য়াশনাল স্টক এক্সচেঞ্জেরও ৷ এনএসই নিফটির সূচক পৌঁছে গিয়েছে 14 হাজার 682.30 পয়েন্টে ৷ যা গত মরশুমের তুলনায় 153.15 পয়েন্ট বা 1.05 শতাংশ বেশি ৷

হিসাবে বলছে, এদিন 27 টি সংস্থার সূচকই ছিল ঊর্ধ্বমুখী ৷ ফলে সামগ্রিকভাবে বাজার ছিল চাঙ্গা ৷

উল্লেখ্য, গত শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জের জন্য দিনটা ভালো ছিল না মোটেই ৷ ওইদিন বিএসই সেনসেক্সের সূচক পতন হয় 1 হাজার 939.32 পয়েন্ট বা 3.80 শতাংশ ৷ ফলে সূচক নেমে আসে 49 হাজার 99.99-এর ঘরে ৷ যা গত বছরের 4 মে-র পর সবথেকে বড় পতন ৷

আরও পড়ুন: 300-রও বেশি পড়ল সেনসেক্সের সূচক

একইভাবে রক্তক্ষরণ অব্যাহত থাকে এনএসই নিফটিতে ৷ দিন শেষে সূচক নেমে আসে 14 হাজার 529.15-এর ঘরে ৷ সূচক পড়ে 568.20 পয়েন্ট অথবা 3.76 শতাংশ ৷ যা গত বছরের 23 মার্চের পর সর্বনিম্ন ৷

ইতিমধ্যে, বিদেশি বিনিয়োগকারীরা গত শুক্রবার মোট 8 হাজার 295.17 কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন ৷

এর পাশাপাশি, সুখবর শোনাচ্ছে এশিয়ার বাজারও ৷ গত সপ্তাহের টালমাটাল পরিস্থিতির পরও সোমবার বাজার অনেকটাই চাঙ্গা হয় ৷ মার্কিন স্টিমুলাস প্য়াকেজগুলি কিছুটা হলেও বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের সাহায্য করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.