ETV Bharat / briefs

বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক, শামির পর এবার বোল্ট

author img

By

Published : Jun 29, 2019, 9:40 PM IST

Updated : Jun 29, 2019, 11:12 PM IST

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভারে হ্যাটট্রিক করেন ট্রেন্ট বোল্ট । প্রথম কিউয়ি বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের নজির গড়লেন বোল্ট ।

বোল্ট

লন্ডন, 29 জুন : হ্যাটট্রিক করলেন ট্রেন্ট বোল্ট । আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 50 তম ওভারে হ্যাটট্রিক করেন নিউজ়িল্যান্ড তারকা । এটি চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক । এর আগে, হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ শামি ।

আজ লর্ডসে প্রথম থেকেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন কিউয়ি বোলাররা । 92 রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অজ়িরা । সেখান থেকে ইনিংসের হাল ধরেন উসমান খোয়াজা ও অ্যালেক্স ক্যারি । ষষ্ঠ উইকেটে দুজনে 107 রান জোড়েন । 71 রান করে আউট হন ক্যারি । এরপর ক্রিজ়ে আসেন প্যাট কামিন্স । খোয়াজার সঙ্গে অস্ট্রেলিয়ার ইনিংস টানতে থাকেন । শেষ ওভারে বল করতে আসেন বোল্ট । প্রথম দু'বলে দু'রান হয় । তৃতীয় বলে খোয়াজাকে বোল্ড করেন বোল্ট । পরের বলে দুরন্ত ইয়র্করে মিচেল স্টার্ককে ফেরান । পঞ্চম বলে জেসন বেহরেনডর্ফকে LBW করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বোল্ট । শেষ ওভারে মাত্র 2 রান দেন । শেষপর্যন্ত আজকের ম্যাচে 10 ওভারে 51 রান দিয়ে চার উইকেট নেন বোল্ট ।

  • Two runs, three wickets - what a final over 🔥

    Trent Boult, take a bow!

    Australia have still finished on 243/9, with a superb partnership between Usman Khawaja and Alex Carey providing the bulk.

    Will it be enough?#CWC19 | #NZvAUS pic.twitter.com/wLTtJa2XZ1

    — Cricket World Cup (@cricketworldcup) June 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এটি চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক । এটি বিশ্বকাপের 11তম হ্যাটট্রিক । পাশাপাশি, প্রথম নিউজ়িল্যান্ড ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করে নজির গড়লেন বোল্ট ।

এই সংক্রান্ত আরও খবর : শামি ছাড়া আর কারা হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপে

Amritsar (Punjab), Jun 29 (ANI): The soaring sun in country doesn't hinder devotees to go on pilgrimages and visiting religious sites. The devotees are visiting Golden Temple in Amritsar despite scorching heat. The temple management has made several arrangements to make the visit comfortable for devotees. Electric fans are installed in the vicinity. Water is distributed among visitors to keep them hydrated. Temple volunteers pour water on the carpet which usually burns under sun.
Last Updated :Jun 29, 2019, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.