ETV Bharat / briefs

CAA নিয়ে মতুয়া বিদ্রোহের ইঙ্গিত, ঠাকুর বাড়িতে তথাগত

author img

By

Published : Oct 14, 2020, 7:52 PM IST

tathagata
tathagata

CAA নিয়ে মতুয়া বিদ্রোহের ইঙ্গিত পেতেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে BJP । শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন তথাগত রায় ।


ঠাকুরনগর, 14 অক্টোবর : কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন ? এই প্রশ্ন তুলেই ক্ষুব্ধ মতুয়াদের একটা অংশ । মতুয়া ধর্মগুরু তথা সাংসদ শান্তনু ঠাকুর BJP ছাড়ার ইঙ্গিতের পরই ঠাকুরবাড়িতে গেলেন গিয়ে তথাগত রায় ।

মঙ্গলবার রাতে তথাগত গিয়ে শান্তনুর সঙ্গে দেখা করেন । সর্বভারতীয় মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেন । সেখানে ঘণ্টা খানেক আলোচনা হয় । বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, মতুয়াদের তরফে তথাগতর কাছে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার জন্য আবেদন জানানো হয় । নাগরিকত্ব আইন লাগু না হলে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে । চাপ বাড়ছে শান্তনু ঠাকুরের উপরেও । মতুয়া প্রতিনিধিরা সে কথা তথাগতকে জানিয়েছেন । তথাগত গোটা বিষয়টি শুনে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন । সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সম্পাদক রমেশ গায়েন জানান, CAA লাগু করার বিষয়ে আমরা তথাগতবাবুকে জানিয়েছি । তিনি আমাদের পথনির্দেশ দিয়েছেন । তবে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু না হলে মতুয়ারা BJP-র সঙ্গ ত্যাগ করবেন কি না সে ব্যাপারে এদিন রমেশবাবু কোনও মন্তব্য করতে চাননি ।


সম্প্রতি বারাসতে মতুয়াদের সাংগঠনিক সভায় শান্তনু ঠাকুর জানিয়েছিলেন, নিঃশর্তে নাগরিকত্ব সংশোধনী আইন চালু না হলে মতুয়ারা ভবিষ্যতে কোন পথে হাঁটবেন, সেটা মতুয়ারাই ঠিক করবেন । তিনি মতুয়াদের প্রতিনিধি হিসেবে সংসদে গিয়েছেন । পরবর্তীতে মতুয়াদের দীর্ঘদিনের নাগরিকত্ব দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্রের BJP সরকার নাগরিকত্ব আইন পাশ করে । কিন্তু আইন পাশের পর নয় মাস পেরিয়ে গিয়েছে । কেন্দ্র সেই আইন এখনও লাগু করেনি । ফলে মতুয়া ভক্ত, গোসাঁই, পাগলেরা তাঁকে প্রশ্ন করছেন । আগামী তিন মাসের মধ্যে কবে এই আইন লাগু হবে । তিনি বলেন বিশেষ প্রেক্ষাপটে আরও তিন মাস সময় আছে । পাশাপাশি তিনি কেন্দ্রীয় BJP-র উপর এখন আস্থা রেখেছেন ।

তবে এর মধ্যেও যদি কেন্দ্র এই আইন লাগু না করে তবে মতুয়ারা সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে তাঁরা কোন পথে হাঁটবেন । শান্তনুর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে BJP-র অন্দরে ঝড় উঠেছে । বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব আইন ঘিরে মতুয়ারা বিক্ষুব্ধ হলে তার প্রভাব পড়তে পারে BJP-র ভোট ব্যাঙ্কে ।

রাজনৈতিক মহলের অনুমান, BJP মতুয়া ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতে তথাগত রায়কে তড়িঘড়ি আসরে নামিয়েছে । তথাগতর সঙ্গে ঠাকুরবাড়ির পুরোনো সম্পর্ক রয়েছে। রাজ্য BJP-র একাংশের সঙ্গে দূরত্ব বেড়েছে শান্তনু ঠাকুরের। তাই তথাগতকেই ড্যামেজ কন্ট্রোলে নামানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.