ETV Bharat / briefs

ডোপ টেস্টে ব্যর্থ রানা ঘরামি, ঝুলছে সাসপেশনের খাঁড়া

author img

By

Published : Apr 26, 2019, 9:21 PM IST

Updated : Apr 26, 2019, 9:53 PM IST

যদি রানা ইচ্ছাকৃত ডোপিং করেন, তাহলে তাঁকে চারবছরের জন্য সাসপেন্ড করা হবে ।

রানা ঘরামি

কলকাতা, 26 এপ্রিল : ডোপ টেস্টে ব্যর্থ হলেন দিল্লি ডায়নামোজ় ডিফেন্ডার রানা ঘরামি । বিষয়টি তদন্ত করে দেখছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) । যদি রানা ইচ্ছাকৃত ডোপিং করেন, তাহলে তাঁকে চারবছরের জন্য সাসপেন্ড করা হবে । তবে রানার বক্তব্য জানতে চাওয়া হয়েছে ।

31 জানুয়ারি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ISL-এ ম্যাচ ছিল দিল্লি ডায়নামোজ়ের । নিজেদের মাঠে দিল্লি ডায়নামোজ় ২-০ গোলে জেতে । ম্যাচের পর রানার মূত্রের নমুনা সংগ্রহ করা হয় । আজ NADA-র তরফে জানা যায়, রানার রিপোর্ট পজ়িটিভ । রানার মূত্রের নমুনাতে নিষিদ্ধ 20-B-OH প্রেডনিসোলেনর উপস্থিতি পাওয়া যায় । এই ধরনের ওষুধটি সাধারণত রোগ প্রতিরোধ, ক্ষমতা বৃদ্ধি, হৃদযন্ত্রের রোগ, ত্বকের অসুখ ও ক্যানসার নিরাময়ে ব্যবহার করা হয় ।

এক সপ্তাহের মধ্যে রানা ঘরামিকে নিজের বক্তব্য জানাতে হবে । তারপর শাস্তির মেয়াদ নির্ধারিত করা হবে । প্রাথমিকভাবে যদি রানা ইচ্ছাকৃত ডোপিং করেন, তাহলে তাঁকে চার বছরের জন্য সাসপেন্ড করা হবে । তবে, এটাই রানার ক্ষেত্রে এরকম ঘটনা প্রথম হওয়ায় শাস্তির মেয়াদ কমিয়ে দু'বছর করা হতে পারে ।

NADA ইতিমধ্যেই তাদের রিপোর্ট FIFA, AIFF, WADA-তে জানিয়েছে । রানা চাইলে মূত্রের B নমুনা পরীক্ষা হবে । দিল্লি ডায়নামোজ়ের তরফে বলা হয়েছে, গত মাসের শেষের দিকে বিষয়টি তারা জানতে পেরেছিলেন। তাদের মেডিকেল টিম এই ধরনের কোনও নিষিদ্ধ ওষুধ ব্যবহারের নির্দেশ রানাকে দেয়নি। অপরদিকে, রানাকে ফোন করা হলে তিনি ধরেননি । তবে, বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের অধিনায়কের এই ঘটনায় হতবাক সকলেই।

কলকাতা, 26 এপ্রিল : ডোপ টেস্টে ব্যর্থ হলেন দিল্লি ডায়নামোজ় ডিফেন্ডার রানা ঘরামি । বিষয়টি তদন্ত করে দেখছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) । যদি রানা ইচ্ছাকৃত ডোপিং করেন, তাহলে তাঁকে চারবছরের জন্য সাসপেন্ড করা হবে । তবে রানার বক্তব্য জানতে চাওয়া হয়েছে ।

31 জানুয়ারি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ISL-এ ম্যাচ ছিল দিল্লি ডায়নামোজ়ের । নিজেদের মাঠে দিল্লি ডায়নামোজ় ২-০ গোলে জেতে । ম্যাচের পর রানার মূত্রের নমুনা সংগ্রহ করা হয় । আজ NADA-র তরফে জানা যায়, রানার রিপোর্ট পজ়িটিভ । রানার মূত্রের নমুনাতে নিষিদ্ধ 20-B-OH প্রেডনিসোলেনর উপস্থিতি পাওয়া যায় । এই ধরনের ওষুধটি সাধারণত রোগ প্রতিরোধ, ক্ষমতা বৃদ্ধি, হৃদযন্ত্রের রোগ, ত্বকের অসুখ ও ক্যানসার নিরাময়ে ব্যবহার করা হয় ।

এক সপ্তাহের মধ্যে রানা ঘরামিকে নিজের বক্তব্য জানাতে হবে । তারপর শাস্তির মেয়াদ নির্ধারিত করা হবে । প্রাথমিকভাবে যদি রানা ইচ্ছাকৃত ডোপিং করেন, তাহলে তাঁকে চার বছরের জন্য সাসপেন্ড করা হবে । তবে, এটাই রানার ক্ষেত্রে এরকম ঘটনা প্রথম হওয়ায় শাস্তির মেয়াদ কমিয়ে দু'বছর করা হতে পারে ।

NADA ইতিমধ্যেই তাদের রিপোর্ট FIFA, AIFF, WADA-তে জানিয়েছে । রানা চাইলে মূত্রের B নমুনা পরীক্ষা হবে । দিল্লি ডায়নামোজ়ের তরফে বলা হয়েছে, গত মাসের শেষের দিকে বিষয়টি তারা জানতে পেরেছিলেন। তাদের মেডিকেল টিম এই ধরনের কোনও নিষিদ্ধ ওষুধ ব্যবহারের নির্দেশ রানাকে দেয়নি। অপরদিকে, রানাকে ফোন করা হলে তিনি ধরেননি । তবে, বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের অধিনায়কের এই ঘটনায় হতবাক সকলেই।

sample description
Last Updated : Apr 26, 2019, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.