ETV Bharat / briefs

ভুয়ো ভিডিয়ো পোস্ট, অনুপম হাজরাকে ফের নোটিশ পাঠানোর তোড়জোড় পুলিশের

author img

By

Published : May 28, 2020, 10:10 PM IST

একাধিক সময় বিতর্কে জড়িয়েছেন BJP নেতা অনুপম হাজরা । সেটা সোশাল মিডিয়ায় পোস্ট হোক কিংবা বিতর্কিত মন্তব্য । কোরোনা আতঙ্কের মাঝে যখন ভুয়ো পোস্ট নিয়ে বারবার সতর্ক করছে পুলিশ সেই সময়ই ফের ভুয়ো ভিডিয়ো পোস্টের অভিযোগ উঠল অনুপমের বিরুদ্ধে ৷

anupam hazra
অনুপম হাজরা

কলকাতা, 28 মে : সোশাল মিডিয়ায় ফেক ভিডিয়ো আপলোডের অভিযোগ । এর জেরে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর । ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে । তাতে অবশ্য সাড়া দেননি অনুপম । ফের তাঁকে নোটিশ পাঠানোর তোড়জোড় চলছে

একাধিক সময় বিতর্কে জড়িয়েছেন BJP নেতা অনুপম হাজরা । সেটা সোশাল মিডিয়ায় পোস্ট হোক কিংবা বিতর্কিত মন্তব্য । কোরোনা আতঙ্কের মাঝে যখন ভুয়ো পোস্ট নিয়ে বারবার সতর্ক করছে পুলিশ সেই সময়ই ফের ভুয়ো ভিডিয়ো পোস্টের অভিযোগ উঠল অনুপমের বিরুদ্ধে ৷ অভিযোগ, নিজের টুইটার অ্যাকাউন্টে ভুয়ো ভিডিয়ো পোস্ট করেন তিনি । লকডাউন চলাকালীন দক্ষিণ মুম্বইয়ের মদনপুরার পুলিশকে হেনস্থার ঘটনা ঘটে । অপ্রয়োজনে বাড়ি থেকে বের হচ্ছেন এই সন্দেহে এক দম্পতিকে আটকায় পুলিশ । সেই সূত্র ধরে এলাকার বাসিন্দারা পুলিশকর্মীদের হেনস্থা করে । সেই ভিডিয়ো পোস্ট করে অনুপম নিজের টুইটারে লেখেন, এটি খিদিরপুরের ভিডিয়ো । আর সেই ভিডিয়ো নিয়েই গিরিশ পার্ক থানায় দায়ের করা হয় অভিযোগ । অভিযোগকারী দাবি করেন, ফেক ভিডিয়ো পোস্ট করেছেন অনুপম । পুলিশ এই ঘটনায় বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে । শুরু করা হয় তদন্ত ।

সেই তদন্তের সূত্র ধরেই 41 A ধারায় অনুপমকে নোটিশ পাঠানো হয় । তাঁকে এই মামলার তদন্তকারী অফিসার চামেলি মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বলা হয় । 19 মে পাঠানো হয় নোটিশ । বলা হয়, পাঁচদিনের মধ্যে তাঁকে গিরিশ পার্ক থানায় এসে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে । সেই সময় শেষ হয়েছে 24 মে । কোরোনা আতঙ্কে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ডেকে এনে সতর্ক করা হয় । তার পরও অনুপম হাজরা একই কাজ করায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছে লালবাজার । পাশাপাশি, কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা জানিয়েছেন, কোনওভাবেই ফেক ভিডিয়ো কিংবা ছবি ছড়ানো অথবা গুজব ছড়ানো বরদাস্ত করা হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.