ETV Bharat / briefs

Child Traffickers Arrest in Habra : সদ্যোজাত কন্যা বিক্রির অভিযোগে গ্রেফতার বাবা, মা এবং দুই পাচারকারী

author img

By

Published : Feb 3, 2022, 1:06 PM IST

Habra Child Trafficking
Habra Girl Child Trafficking

চারটি সন্তান থাকলেও, ফের একটি কন্যাসন্তানের জন্ম দেয় মা । এই পাঁচ নম্বর সন্তানটিকে বিক্রির চেষ্টা করছিল বাবা, মা (Child Traffickers Arrest in Habra) । সেই অভিযোগে দুই পাচারকারী-সহ তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷

হাবড়া, 3 ফেব্রুয়ারি : জনবহুল রাস্তায় চলছিল চারদিনের শিশু বিক্রির সওদা । খবর পেয়ে সেখানে হানা দিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম লাবণী দাস ও হাফিজা খাতুন । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে শিশুকন্যাটি । চার লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করতে এসেছিল তারা । বুধবার সন্ধেয় উত্তর 24 পরগনার হাবড়া 1 নম্বর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ । সন্তান বিক্রি করায় কবির মণ্ডল ও মার্জিনা খাতুনকেও গ্রেফতার করেছে পুলিশ (Parents sell their girl child in Habra) । ধৃতরা সকলে দত্তপুকুর থানার বামনগাছি এলাকার বাসিন্দা ।

সূত্রের খবর, কবির রাজমিস্ত্রির কাজ করে । মার্জিমা ও কবিরের চার সন্তান রয়েছে । 30 জানুয়ারি, রবিবার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ফের শিশুকন্যা প্রসব করে মার্জিনা । বুধবার, 1 ফেব্রুয়ারি সেখান থেকে ছাড়া পায় সে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে পুলিশের কাছে খবর আসে হাবড়া এলাকায় একটি শিশু বিক্রির পরিকল্পনা চলছে । সেই অনুযায়ী এলাকায় পুলিশি নজরদারি চলছিল । সন্ধেয় 1 নম্বর রেল গেট এলাকায় শিশুটিকে নিয়ে আসে লাবণী ও হাফিজা । সেখানে আরেকজনের কাছে সদ্যোজাত শিশুকন্যাটিকে বিক্রির কথা ছিল । তার আগে সেখানে হানা দিয়ে শিশু-সহ লাবণী ও হাফিজাকে গ্রেফতার করে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে ওই শিশুর মা মার্জিনা ও বাবা কবিরকেও গ্রেফতার করে পুলিশ ।

আরও পড়ুন : Jhargram Baby Rescue : লালগড়ের জঙ্গলে উদ্ধার সদ্যোজাত কন্যার ঠাঁই হল হোমে

তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, মার্জিমার বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার সব খরচ দিয়েছিল লাবণী । শিশুটির বিনিময়ে কবির ও মার্জিমাকে আরও পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ছিল তার । তদন্তকারীদের দাবি, লাবণী এর আগেও শিশু পাচারের সঙ্গে জড়িত ছিল । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, সেই তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে, কী কারণে কবির ও মার্জিনা তাদের সন্তান বিক্রি করছিল । ধৃত চারজনকে আজ বারাসত আদালতে তোলা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.