ETV Bharat / briefs

School Reopening : স্কুল খোলার দাবিতে হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা

author img

By

Published : Jan 25, 2022, 5:57 PM IST

Updated : Jan 25, 2022, 6:10 PM IST

COVID situation in West Bengal
স্কুল খোলার দাবিতে হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা

রাজ্যে স্কুলে খোলা নিয়ে আরও একটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (PIL in demand of School Reopening in Bengal) । মঙ্গলবার মামলা করে ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের রাজ্য শাখা । এর আগে একই দাবিতে দু'টি মামলা হয়েছে ।

কলকাতা, 25 জানুয়ারি : স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (PIL in demand of School Reopening in Bengal)। মামলাটি করেছে ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের রাজ্য শাখা । এর আগে স্কুল-কলেজ খোলার দাবিতে হাইকোর্টে দু'টি মামলা দায়ের হয়েছে । মঙ্গলবার হল আরও একটি । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা ।

এদিনের মামলাকারী সংগঠন ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের বক্তব্য, শুধু পাড়ায় শিক্ষালয় করলেই হবে না । বরং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে দিতে হবে । পাশাপাশি লকডাউনের সময় যারা স্কুলছুট হয়েছে, অবিলম্বে তাদের তালিকা প্রকাশ করতে হবে । তাদের কীভাবে স্কুলে ফেরানোর ব্যবস্থা করা হবে সেই ব্যাপারে পরিকল্পনা করুক রাজ্য সরকার ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল আস্তে আস্তে খোলা হবে বলে জানালেও সংগঠনের বক্তব্য, দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই স্কুল খুলতে শুরু করেছে । রাজ্যের ছেলেমেয়েরা দীর্ঘদিন স্কুলে পড়াশোনা থেকে বঞ্চিত । এই পরিস্থিতিতে কোনওরকম টালবাহানা ছাড়াই অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুক রাজ্য সরকার ।

এর আগে একই দাবিতে দু'টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল । ফলে এই নিয়ে কলকাতা হাইকোর্টের তিনটি মামলা দায়ের হল । স্কুল খোলার দাবিতে সিপিআইএমের একাধিক সংগঠন সরব হয়েছে । রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচিও পালন করছে তারা । একই দাবিতে বিজেপির তরফেও বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়িতে । উত্তরবঙ্গে একাধিক সংগঠনের তরফে স্কুল খোলার দাবিতে সরব হয়েছে । এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন আমজনতা থেকে শুরু করে বিশিষ্টজনরা । তবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য ‘পাড়ায় শিক্ষা’ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । একইসঙ্গে ধাপে ধাপে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে রাজ্য সরকার সচেষ্ট বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ নেওয়া হচ্ছে না, হাইকোর্টে জানালেন মামলাকারীরা

Last Updated :Jan 25, 2022, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.