ETV Bharat / briefs

23 সেপ্টেম্বর থেকে কোরোনা বিধি মেনে খুলছে পার্ক, চিড়িয়াখানা

author img

By

Published : Sep 18, 2020, 8:17 PM IST

Updated : Sep 18, 2020, 8:26 PM IST

আগামী 23 সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট নিয়ম মেনে খুলে দেওয়া হবে চিড়িয়াখানা এবং পার্ক। বন দপ্তরের অধীনে থাকা বিনোদন পার্ক এবং চিড়িয়াখানাগুলি খুলতে চলেছে মূলত।

খুলছে পার্ক, চিড়িয়াখানা
খুলছে পার্ক, চিড়িয়াখানা

কলকাতা, 18 সেপ্টেম্বর: আনলক পর্বে অবশেষে খুলতে চলেছে পার্ক এবং চিড়িয়াখানা। প্যানডেমিকের জেরে লকডাউন পর্ব শুরু হওয়ার ঠিক ছয় মাস পরে খুলতে চলেছে পার্ক এবং চিড়িয়াখানা । বনদপ্তর সূত্রে এমন খবরই পাওয়া গেছে ।


বন দপ্তর সূত্রে খবর, আগামী 23 সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট নিয়ম মেনে খুলে দেওয়া হবে চিড়িয়াখানা এবং পার্ক। বন দপ্তরের অধীনে বিনোদন পার্ক এবং চিড়িয়াখানাগুলি খুলতে চলেছে মূলত। তবে কোরোনার কথা মাথায় রেখে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে ।

পার্ক এবং চিড়িয়াখানাগুলোতে ঢোকার সময় পরীক্ষা করে দেখা হবে দেহের তাপমাত্রা। মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হবে না কোন পার্কে। পার্কের ভেতর সামাজিক দূরত্ব রাখার প্রক্রিয়া চালু থাকবে। এ বিষয়ে পার্ক এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যবস্থা নেবেন। প্রতিদিন চিড়িয়াখানা এবং পার্কগুলিকে স্যানিটাইজ করা হবে।


যদিও আনলক 4 পর্বের যে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র সরকার, সেখানে বেশ কিছু বিষয়কে ছাড় দেওয়া হয়েছে ঠিকই। তবে নিষেধাজ্ঞা বলবৎ রাখা হয়েছিল বেশ কিছু ক্ষেত্রেও । কেন্দ্রের তরফে জানানো হয়েছিল সিনেমা হল, সুইমিংপুল, বিনোদন পার্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি ছাড়া খোলা যাবে না। নাট্যমঞ্চের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কেন্দ্রের।

তবে পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশের আগেই রাজ্যে বন দপ্তরের হাতে থাকা পার্ক, চিড়িয়াখানা গুলি খুলে দেওয়া হচ্ছে। তবে বন দপ্তরের অধীনস্থ জাতীয় উদ্যানগুলিতে হাতির সাফারি বন্ধ থাকবে। চালু থাকবে গাড়ি সাফারি। গাড়িতে একটি করে সিট ছেড়ে বসতে হবে পর্যটকদের।

Last Updated : Sep 18, 2020, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.