ETV Bharat / briefs

ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে শহিদ 1 CRPF জওয়ান

author img

By

Published : Apr 5, 2019, 10:20 AM IST

Updated : Apr 5, 2019, 11:23 AM IST

মাওবাদীদের সঙ্গে গুলি লড়াইয়ে শহিদ হলেন 1 CRPF জওয়ান। জখম আরও 1 জওয়ান।

ছবিটি প্রতীকী

রায়পুর (ছত্তিশগড়), 5 এপ্রিল : ছত্তিশগড়ের ধামতারি জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ এক CRPF জওয়ান। তাঁর নাম হরিশ চাঁদ। জখম হয়েছেন আরও এক জওয়ান। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে।

বুধবার থেকে CRPF-র একটি দল ও 10টি ডিস্ট্রিক্ট খাল্লারি ও বরাই থানার প্রত্যন্ত এলাকায় অপারেশন শুরু করে। আজ সকালে নিরাপত্তাবাহিনীর জওয়ানরা চামেন্ডার দিকে যাচ্ছিল। সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পালটা জবাব দেয় জওয়ানরা।

গুলির লড়াইয়ে এক CRPF জওয়ান শহিদ হন। সূত্রের খবর, শহিদ জওয়ান CRPF-র 211 নম্বর ব্যাটেলিয়নে হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আর জখম জওয়ানের নাম সুধীর নাম।

ঘটনাস্থানের ভিডিয়ো

New Delhi, Mar 27 (ANI): India has shot down a low earth orbit satellite with an anti-satellite missile or also known as A-SAT. Prime Minister Narendra Modi on Wednesday addressed the nation and informed that "India can now defend itself in space, and not just on land, water, and air, after the success of Mission Shakti." With this successful achievement India has become fourth country to have tested such an anti-satellite weapon after the US, Russia and China. A-SAT missile shot down the low earth orbit satellite within 3 minutes of its launch.
Last Updated : Apr 5, 2019, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.