ETV Bharat / briefs

Municipal Election 2022 : পৌরভোট করাতে রাজ্য কমিশনকে বাড়তি ইভিএম দেবে জাতীয় নির্বাচন কমিশন

author img

By

Published : Jan 20, 2022, 6:58 PM IST

পৌরভোট (Municipal Election 2022) করাতে রাজ্য কমিশনকে বাড়তি ইভিএম সরবরাহ করবে জাতীয় নির্বাচন কমিশন । জানা গিয়েছে, এম-2 মডেলের প্রায় 15 হাজার ইভিএম দেওয়া হবে ।

West Bengal Municipal Elections 2022
পৌরভোটে রাজ্য কমিশনকে ইভিএম দেবে জাতীয় নির্বাচন কমিশন

কলকাতা, 20 জানুয়ারি : পৌরভোট করাতে এবার রাজ্য নির্বাচন কমিশনকে বাড়তি ইভিএম দেবে জাতীয় নির্বাচন কমিশন (ECI to provide additional EVM to SEC)। প্রায় 15 হাজার এম-2 মডেলের ইভিএম সরবরাহ করা হবে রাজ্যকে । জানুয়ারির মধ্যেই বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে নিশ্চিত করে জানাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে । আগেই বাড়তি ইভিএমের আবেদন জানানো হয়েছিল । এবার আবারও জাতীয় কমিশনের কাছে বাড়তি ইভিএম চেয়ে আবেদন জানিয়েছে রাজ্য কমিশন ।

বর্তমানে রাজ্য কমিশনের কাছে প্রায় 20 হাজার 500টি ইভিএম রয়েছে । এই মোট সংখ্যার মধ্যে একাধিক মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে স্ট্রংরুমে । বর্তমানে ঠিকঠাক কাজ করছে 15 হাজার 687টি মেশিন । এর মধ্যে কলকাতা পৌরসভা ও বাকি চার পৌরনিগম বাদ দিলে মোট 5 হাজার 67টি ভোটিং মেশিন রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে ।

এই অবস্থায় বাকি পড়ে থাকা ইভিএম দিয়ে বাকি 108টি পৌরসভার নির্বাচন করানো সম্ভব নয় । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বিহার থেকেও প্রায় 12 হাজার ইভিএম নিয়ে আসা হতে পারে । তবে এই বিষয় এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

আরও পড়ুন : Governor on CM : নিজের সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, ফের খোঁচা রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.