ETV Bharat / briefs

"যা অসুবিধা জানান", মাসে 2 বার জনতার দরবারে দিলীপ

author img

By

Published : Aug 8, 2019, 9:56 PM IST

Updated : Aug 8, 2019, 11:42 PM IST

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আজ থেকে শুরু হল জনতার দরবার । যার সূচনা করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । প্রতি মাসে দু'বার করে এই জনতার দরবার করবেন তিনি । শুনবেন সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা ।

দিলীপ

এগরা, 8 অগাস্ট : যা অসুবিধা হবে, যা দরকার জানান সাংসদকে । এর জন্য মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আজ থেকে শুরু হল জনতার দরবারে । যার সূচনা করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । "ভোটে যারা আমাকে জিতিয়েছেন তাঁদের সুবিধা-অসুবিধা দেখার জন্য এবং সাধারণ মানুষের জন্য এই দরবার", বললেন দিলীপ । জনতার দরবার নিয়ে আজ তিনি ছিলেন এগরা বিধানসভা এলাকায় । এবিষয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি । বলেন, "পশ্চিমবাংলায় কেউ আনন্দ করতে পারবে না । সবসময় শোকসভা চলে । কারণ, তৃণমূল হেরেছে ।"

জনতার দরবারের সূচনায় আয়োজন করা হয়েছিল সাংবাদিক বৈঠকের । জনতার দরবার কেন, সেই প্রসঙ্গে বৈঠকে তিনি বলেন, "আমাদের যারা ভোট দিয়েছেন বা এখানকার যারা নাগরিক তাঁদের সুবিধা-অসুবিধা শোনার জন্য এই কর্মসূচি । ভোটের পর সংসদে ব্যস্ত ছিলাম তাই এখানে খুব একটা আসার সুযোগ পাইনি । যারা আমাদের ক্ষমতায় এনেছে তাঁদের এবং সাধারণ নাগরিকদের দেখা আমাদের কর্তব্য । "

তৃণমূল বলছে, BJP সন্ত্রাস চালাচ্ছে রাজ্যে ৷ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "সন্ত্রাস কে চালাচ্ছে তা তো বলতে হবে না । সবাই সেটা দেখছে । আমাদের প্রায় 28 হাজারের উপর কর্মীর নামে কেস চলছে । যা আদতে তৃণমূলই করছে । সেটা শুধু আমরা বলছি না । অন্যান্য দলও বলছে । আসলে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশই নষ্ট হয়ে গেছে । গণতন্ত্রের মাধ্যমেই সেই পরিবেশ রাজ্যে ফিরিয়ে আনা হবে । আর যারা গুণ্ডামি করছে । তাদের সেভাবেই উত্তর দেওয়া হবে ।"

তৃণমূল প্রসঙ্গে বলতে দিয়ে তিনি আরও বলেন, "আমাদের কর্মী সমর্থকরা আনন্দ করলে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরছে । নির্বাচনের পর আমাদের কোথাও বিজয় মিছিল করতে দেওয়া হয়নি । কারণ ১৪৪ ধারা । আমার নামে সেজন্য কেসও দেওয়া হয়েছে । আগামীকাল আমি যাচ্ছি জামিন নিতে । অপরাধ কী ছিল? আমরা শুধু বিজয় মিছিল করতে চেয়েছিলাম ।"

দেখুন ভিডিয়ো

সবশেষে ফের তিনি জনতার দরবার প্রসঙ্গে ফেরেন । জানান, প্রতি মাসে দু'বার করে এই জনতার দরবার করবেন তিনি । আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-র কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীসহ এলাকার অন্যান্য BJP নেতা-কর্মীরা ।

Intro:পশ্চিমবঙ্গে কেউ আনন্দ করতে পারবে না , শোকসভা চলছে । কারণ তৃণমূল হেরেছে । দিলীপ

জনতার দরবারে সাংসদ দিলিপ ঘোষ পূর্ব মেদিনীপুর জেলা এগরা বিধানসভা এলাকায় জনতার দাবি শুনতে উপস্থিত হয়ে সাংবাদি সম্মেলন করলেন সাংসদ দিলিপ ঘোষ বলেন পশ্চিমবাংলায় কেউ আনন্দ করতে পারবে না। সবসময় শোকসভা চলে । কারণ, তৃণমূল হেরেছে । তাই ওদের কষ্ট আছে । তার জন্য অন্য কেউ আনন্দ করতে পারবে না । আমাদের কর্মী সমর্থকেরা আনন্দ করলে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরছে । আর বলেন নির্বাচনে আমাদের কোথাও বিজয়ী মিছিল করতে দেওয়া হয়নি সেখানে ১৪৪ ধারা, সেখানে কেস। আমাকে সেই জন্য কেস দেওয়া হয়েছে , আগামী কাল আমি পালনকোটে যাচ্ছি জামিন নিতে । অপরাধ কি ছিল ? আমরা বিজয়ী মিছিল করতে চেয়েছিলাম । উপস্থিত ছিলেন কাঁথি সাংগাঠনিক বিজেপির জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। এগরা বিধানসভার এলাকার মানুষ জন এর অভাব অভিযোগ শোনেন গুরুত্ব সহকারে । প্রতি মাসে দুবার করে এই জনতার দরবার করবেন সাংসদ দিলীপ ঘোষ ।Body:পশ্চিমবঙ্গে কেউ আনন্দ করতে পারবে না , শোকসভা চলছে । কারণ তৃণমূল হেরেছে । দিলীপ

জনতার দরবারে সাংসদ দিলিপ ঘোষ পূর্ব মেদিনীপুর জেলা এগরা বিধানসভা এলাকায় জনতার দাবি শুনতে উপস্থিত হয়ে সাংবাদি সম্মেলন করলেন সাংসদ দিলিপ ঘোষ বলেন পশ্চিমবাংলায় কেউ আনন্দ করতে পারবে না। সবসময় শোকসভা চলে । কারণ, তৃণমূল হেরেছে । তাই ওদের কষ্ট আছে । তার জন্য অন্য কেউ আনন্দ করতে পারবে না । আমাদের কর্মী সমর্থকেরা আনন্দ করলে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরছে । আর বলেন নির্বাচনে আমাদের কোথাও বিজয়ী মিছিল করতে দেওয়া হয়নি সেখানে ১৪৪ ধারা, সেখানে কেস। আমাকে সেই জন্য কেস দেওয়া হয়েছে , আগামী কাল আমি পালনকোটে যাচ্ছি জামিন নিতে । অপরাধ কি ছিল ? আমরা বিজয়ী মিছিল করতে চেয়েছিলাম । উপস্থিত ছিলেন কাঁথি সাংগাঠনিক বিজেপির জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। এগরা বিধানসভার এলাকার মানুষ জন এর অভাব অভিযোগ শোনেন গুরুত্ব সহকারে । প্রতি মাসে দুবার করে এই জনতার দরবার করবেন সাংসদ দিলীপ ঘোষ ।Conclusion:পশ্চিমবঙ্গে কেউ আনন্দ করতে পারবে না , শোকসভা চলছে । কারণ তৃণমূল হেরেছে । দিলীপ

জনতার দরবারে সাংসদ দিলিপ ঘোষ পূর্ব মেদিনীপুর জেলা এগরা বিধানসভা এলাকায় জনতার দাবি শুনতে উপস্থিত হয়ে সাংবাদি সম্মেলন করলেন সাংসদ দিলিপ ঘোষ বলেন পশ্চিমবাংলায় কেউ আনন্দ করতে পারবে না। সবসময় শোকসভা চলে । কারণ, তৃণমূল হেরেছে । তাই ওদের কষ্ট আছে । তার জন্য অন্য কেউ আনন্দ করতে পারবে না । আমাদের কর্মী সমর্থকেরা আনন্দ করলে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরছে । আর বলেন নির্বাচনে আমাদের কোথাও বিজয়ী মিছিল করতে দেওয়া হয়নি সেখানে ১৪৪ ধারা, সেখানে কেস। আমাকে সেই জন্য কেস দেওয়া হয়েছে , আগামী কাল আমি পালনকোটে যাচ্ছি জামিন নিতে । অপরাধ কি ছিল ? আমরা বিজয়ী মিছিল করতে চেয়েছিলাম । উপস্থিত ছিলেন কাঁথি সাংগাঠনিক বিজেপির জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। এগরা বিধানসভার এলাকার মানুষ জন এর অভাব অভিযোগ শোনেন গুরুত্ব সহকারে । প্রতি মাসে দুবার করে এই জনতার দরবার করবেন সাংসদ দিলীপ ঘোষ ।
Last Updated : Aug 8, 2019, 11:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.