ETV Bharat / briefs

অরুণাচলের 5 যুবককে আজ ফেরাবে চিন : রিজিজু

author img

By

Published : Sep 12, 2020, 9:56 AM IST

KIREN RIJIJU said that, abducted 5 indians will return
অরুণাচলের পাঁচ অপহৃতকে চিন ফেরাবে বলে জানালেন কিরেন রিজিজু

কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু গতকাল ঘোষণা করেন, অরুণাচলের ওই পাঁচ যুবককে আজ চিন ফিরিয়ে দেবে ।

ইটানগর, 12 সেপ্টেম্বর : অরুণাচলের অপহৃত পাঁচ যুবককে আজ মুক্তি দেবে চিন । ভারতীয় কর্তৃপক্ষের হাতে তাঁদের তুলে দেওয়া হবে । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু গতকাল এই বিষয়ে ঘোষণা করেন । 2 সেপ্টেম্বর নিখোঁজ হয়েছিলেন ওই পাঁচ যুবক ।

কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু টুইটে জানান, চিনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় সেনাকে জানিয়েছে , তাদের তরফে ওই পাঁচ যুবককে হস্তান্তর করা হবে । আজ যে কোনও সময়ে নির্দিষ্ট একটি স্থানে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে তাঁদের ।

লাদাখে চিন-ভারত সীমান্তে তপ্ত পরিস্থিতির মধ্যেই 2 সেপ্টেম্বর অরুণাচলপ্রদেশ থেকে নিখোঁজ হন সিংকাম তচ, ডংটু এবিয়া, গারু দিরি, প্রদাদ রিংলিং, টানু বাকের । তাঁরা জঙ্গলে শিকারে গিয়েছিলেন । তাঁদের সঙ্গে আরও দুইজন ছিলেন । তাঁরা ফিরে এসে জানান, চিনা সেনার হাতে অপহৃত হয়েছে ওই পাঁচ যুবক ।

  • The Chinese PLA has confirmed to Indian Army to hand over the youths from Arunachal Pradesh to our side. The handing over is likely to take place anytime tomorrow i.e. 12th September 2020 at a designated location. https://t.co/UaM9IIZl56

    — Kiren Rijiju (@KirenRijiju) September 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একদিকে সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি, একইসঙ্গে অরুণাচলের এই পাঁচ যুবকের ‘অপহরণ’ । সব মিলিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় ভারতীয় প্রশাসনিক মহলে । বিষয়টি ভারত জানতে পেরে, অবলিম্বে ওই পাঁচ যুবকের মুক্তির দাবি জানায় । কিন্তু চিনের তরফে জানানো হয়, তাদের সেনা কাউকে ধরে নিয়ে যায়নি । মঙ্গলবার অরুণাচলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রিজিজু জানান, "সেনার তরফে হটলাইন মেসেজ পাঠানো হয়েছে চিনকে ।" চিন দাবি করে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে চিনের ভূখণ্ডে প্রবেশ করেছিল ওই পাঁচজন । তাই তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছে । দুই দেশের মধ্যে সামরিক স্তরে আলোচনা হচ্ছে । তাঁদের ভারতে ফিরিয়ে দেওয়া হবে ।

গতকাল রিজিজু ঘোষণা করেন, "চিনের তরফে নিশ্চিত করা হয়েছে 12 সেপ্টেম্বর ফেরানো হবে ওই পাঁচজনকে ।" নিখোঁজ হওয়ার প্রায় 10দিন পর তাঁরা মুক্তি পেতে চলেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.