ETV Bharat / briefs

Howrah Manglahat : মঙ্গলাহাট নিয়ে হাওড়া পৌরসভার হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

author img

By

Published : Jan 25, 2022, 5:05 PM IST

West Bengal COVID cases
মঙ্গলাহাট নিয়ে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

হাওড়া মঙ্গলাহাট একদিন খোলার কথা থাকলেও তা অমান্য করে তিনদিন খোলা হচ্ছে । মঙ্গলাহাট নিয়ে মামলা চলছেই । সেই অভিযোগ পাওয়ার পর এনিয়ে হাওড়া পৌরসভার হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (High Court summons affidavit regarding Manglahat) ।

কলকাতা, 25 জানুয়ারি : হাওড়ার মঙ্গলাহাট নিয়ে হাওড়া পৌরসভার হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (High Court summons affidavit regarding Manglahat) । তিন সপ্তাহের মধ্যে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করতে হবে হাওড়ার পৌরনিগমের কমিশনারকে । মঙ্গলাহাট সরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । তারপরই এদিন এই সংক্রান্ত হফলনামা তলব করলেন বিচারপতি ।

মামলাকারীর তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে জানান, প্রশাসনিক ভবন ও হাওড়া হাসপাতাল লাগোয়া এই বৃহত্তর হাট সপ্তাহে একদিন বসার কথা ৷ কিন্তু এখন সোম-মঙ্গল-বুধ পরপর তিনদিন এই হাট বসছে । তিনি হাটের একাধিক ছবি আদালতকে দেখান । জানান, এই জনবহুল এলাকা থেকে অবিলম্বে হাট যদি স্থানান্তর করা না হয় করোনা পরিস্থিতিতে সংক্রমণ ছড়াবে পাশাপাশি বেআইনিভাবে এই ব্যবসা চলতে থাকবে । এশিয়ার অন্যতম বড় হাট এটি । অবিলম্বে হাওড়া পৌরসভার তরফে পরিদর্শন করে এই বাজার বন্ধ করার নির্দেশ দেওয়া উচিত ।

রাজ্যের তরফে আইনজীবী তপন মুখোপাধ্যায় জানান, এ ব্যাপারে হাওড়া পৌরসভাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে । তারপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে এ ব্যাপারে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেয় ।

উল্লেখ্য, হাওড়া মঙ্গলাহাট করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন । কিন্তু প্রশাসনিক তরফে সেই সিদ্ধান্ত জানানোর পরই বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা । হাওড়া জেলা প্রশাসনের তরফে 6 জানুয়ারি মঙ্গলাহাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যবসায়ীরা জোর করে হাটে বসেন । এই নিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে বাদানুবাদ হয় । পাশাপাশি হাট যাতে খুলে রাখা হয় সেই দাবিতেও ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান । এখন মামলাকারীর দাবি, সপ্তাহে একদিন হাট খুলে রাখার কথা, কিন্তু এখন তা তিনদিন করে খোলা রাখা হচ্ছে ।

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ নেওয়া হচ্ছে না, হাইকোর্টে জানালেন মামলাকারীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.