ETV Bharat / briefs

মালদার রতুয়ায় শৌচাগারে বিস্ফোরণ, তৃণমূলের গুন্ডাবাহিনী বোমা মজুত করেছিল, দাবি CPI(M)-এর

author img

By

Published : Oct 12, 2020, 7:49 PM IST

বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে শৌচাগার । গত পঞ্চায়েত নির্বাচনের মতো আগামী বিধানসভা নির্বাচনে সন্ত্রাস চালাতে তৃণমূলের গুণ্ডাবাহিনী বোমা মজুত করেছিল বলে দাবি ব্লক CPI(M) নেতৃত্বের।

Blast at a toilet in malda
Blast at a toilet in malda

মালদা, 12 অক্টোবর : হঠাৎ বিস্ফোরণ । বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ল শৌচাগার । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রতুয়ার ভাদো এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ । গত পঞ্চায়েত নির্বাচনের মতো আগামী বিধানসভা নির্বাচনে সন্ত্রাস চালাতে তৃণমূলের গুন্ডাবাহিনী বোমা মজুত করেছিল বলে দাবি ব্লক CPI(M) নেতৃত্বের ।

রতুয়ার ভাদো এলাকায় রাজ্য সড়কের পাশে রয়েছে স্থানীয় ব্যবসায়ী শেখ ইসমাইলের গোডাউন । বর্তমানে সেই গোডাউন বন্ধ রয়েছে । আজ সকালে স্থানীয় লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন । সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকায় । নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । স্থানীয় লোকজন দেখে ওই গোডাউন সংলগ্ন শৌচাগারে বিস্ফোরণ হয়েছে । বিস্ফোরণের তীব্রতায় শৌচাগারের ছাদ ভেঙে পড়েছে ।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রতুয়া থানার পুলিশ । এদিকে, ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছে এলাকাবাসী । স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই এলাকায় বেশ কয়েকজন যুবক প্রায়ই মদ্যপান করে । এলাকাবাসীর অনুমান, তারাই হয়তো অসামাজিক কাজের উদ্দেশ্যে বোমা মজুত করেছিল ।

স্থানীয় এক বাসিন্দা মাসুদ আলম বলেন, “আজ সকালে ভাদো এলাকায় একটা বোমা বিস্ফোরণ হয় । শেখ ইসমাইল নামে এক ব্যক্তির গোডাউনে এই ঘটনা ঘটেছে । আমের মরশুমের পর থেকে গোডাউনটি ফাঁকা পড়েছিল । এলাকার সমাজবিরোধীরা গোডাউনে গাঁজা-মদের আসর বসায় । ওরাই হয়তো বোমা মজুত করেছিল ।”

অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ব্লক CPI(M) নেতৃত্ব । স্থানীয় CPI(M) এরিয়া কমিটি সদস্য মহম্মদ জয়নাল আবেদিন বলেন, “বিস্ফোরণের ঘটনা তৃণমূলের সক্রিয়কর্মীর গোডাউনে ঘটেছে । গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করে পঞ্চায়েত দখল করেছে । একই কায়দায় আগামী বিধানসভা নির্বাচনেও সন্ত্রাস তৈরির ছক কষেছে তৃণমূল । সেই কারণেই ওখানে বোমা মজুত করা হয়েছিল । সেখানে অনেক বোমা মজুত করা হয়েছিল। তারমধ্যে একটি বোমা ফেটে যায় । পুলিশ ঘটনাস্থানে তদন্ত শুরু করেছে । আরও বোমা উদ্ধার হবে কি না জানা নেই ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.