ETV Bharat / briefs

School Reopening : স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা হাইকোর্টে

author img

By

Published : Jan 20, 2022, 7:30 PM IST

COVID situation in West Bengal
স্কুল খোলার দাবিতে হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা

করোনা পরিস্থতিতে রাজ্যে স্কুল খোলা নিয়ে হাইকোর্টে ফের দায়ের হল জনস্বার্থ মামলা (West Bengal School Reopening) । দু'দিন আগেই হাইকোর্টে স্কুল-কলেজ পুনরায় খোলার দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় ।

কলকাতা, 20 জানুয়ারি : রাজ্যের স্কুলগুলি পুনরায় খোলা ও পঠন-পাঠন শুরুর দাবিতে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (PIL filled in Calcutta High Court demanding school reopening) । গত পরশু অর্থাৎ 18 জানুয়ারি স্কুল খোলার দাবিতে একটি মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে । বৃহস্পতিবার একই দাবিতে দায়ের হল আরও একটি মামলা । এদিন মামলাটি করেছে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন বা এআইএফএফ নামে একটি সংগঠন । সংগঠনের রাজ্য সভাপতি সৌমেন হালদারের দাবি, মিটিং-মিছিল, মেলা, খেলা সবই চলছে রাজ্যে । তাহলে কেন শুধু স্কুলগুলি বন্ধ থাকবে ? মামলাকারীর আরও দাবি, রাজ্য এই ব্যাপারে একটি নির্দিষ্ট নীতি তৈরি করুক ।

ইতিমধ্যেই স্কুল কলেজ খোলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সামাজিকমাধ্যমে স্কুল খোলার দাবিতে একাধিক পোস্ট ভাইরাল হতে দেখা গিয়েছে । নানা স্তরের মানুষ সরব হয়েছেন যাতে অবিলম্বে স্কুল-কলেজগুলিতে পঠন-পাঠন পুনরায় শুরু করা হয় । কারণ দীর্ঘ এই প্যানডেমিকে এ রাজ্যের সরকারি স্কুলগুলির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে পড়েছে । পঠন-পাঠন কার্যত বন্ধ থাকায় বেড়েছে স্কুলছুটের সংখ্যা । অবিলম্বে স্কুল-কলেজগুলি পুনরায় চালু না করা হলে এরাজ্যের সাধারণ সরকারি স্কুলে পড়া ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চয়তার সম্মুখীন হবে বলে মনে করছেন তাঁরা ।

উল্লেখ্য, রাজ্য সরকারও অবিলম্বে স্কুলগুলোর পঠন-পাঠন স্বাভাবিক করতে চায় বলে ইতিমধ্যেই রাজ্যের তরফেও ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে । রাজ্যে কোভিড পরিস্থিতির উন্নতি হলেই দ্রুত স্কুলগুলি খোলার ব্যাপারে সরকার সচেষ্ট বলে সম্প্রতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ।

আরও পড়ুন : School Reopening : পুনরায় স্কুল-কলেজ খোলার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.