ETV Bharat / bharat

Murder in Muzaffarpur: জমি সংক্রান্ত বিবাদের জের, সন্তানদের সামনেই বাবাকে গলা কেটে খুন কাকার !

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 11:54 AM IST

Murder in Muzaffarpur
সন্তানদের সামনেই বাবাকে গলা কেটে খুন কাকার

বিহারের মুজাফফরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্তানদের সামনেই যুবককে খুন করলেন তাঁর ভাই । গলা কেটে হত্যা করে বাড়ি থেকে পালিয়েছেন অভিযুক্ত । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ।

মুজফফরপুর, 3 অক্টোবর: জমি সংক্রান্ত বিবাদের জেরে সন্তানদের সামনেই যুবককে গলা কেটে হত্যা করল ছোট ভাই । রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরের অহিয়াপুর থানা এলাকায় । মৃতের নাম গোনাউর সাহনি (32) । খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে । ঘটনাস্থল থেকে ওষুধ উদ্ধার হয়েছে ।

অহিয়াপুর থানার ওসি রোহন কুমার বলেন, "গোনাউর সাহনিকে গলা কেটে খুন করেছে ভাই রবি সাহনি ও অন্যরা জড়িত । জমি সংক্রান্ত বিরোধের মামলা আগে থেকেই চলছিল । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেহ । সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ।"

স্থানীয়দের তরফে জানা গিয়েছে, তিন ভাইয়ের মধ্যে গোনাউর সাহনি ছিলেন মেজ ৷ বড় ভাই হলেন শঙ্কর সাহনি এবং ছোট ভাই রবি সাহনি । জমি নিয়ে গোনাউরের সঙ্গে বিবাদ চলছিল রবির । শেখপুর ধাবে 15 একর জমি ছিল তাঁদের । পাঁচ একর জমি দাদার নামে আর দশ একর জমি মায়ের নামে । রবি সাহনি তাঁর মায়ের জমি থেকে 9 একর জমি বিক্রি করেছিলেন ৷ যার প্রতিবাদ করেছিলেন দাদা গোনাউরে এবং শঙ্কর । এ নিয়েই বিরোধ চলছিল তাঁদের । এর জেরেই দাদাকে খুন করে ভাই বলে অভিযোগ ৷

নিহতের পরিবারের সদস্যরা জানান, নিষ্পাপ শিশুদের সামনে গলা কেটে হত্যা করা হয়েছে গোনাউরকে । তাঁর সন্তানরা জানায়, "প্রথমে তোয়ালে দিয়ে গলা বেঁধে তারপর বাবার গলা কেটে দেওয়া হয় ।" জানা গিয়েছে, গোনাউর সাহনি ঠেলা গাড়ি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন । এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাঁর । স্ত্রী আরতি দেবী গত দেড় মাস ধরে মায়ের বাড়িতে ছিলেন ।

আরও পড়ুন: জমি বিবাদে দেওয়ারির এক পরিবারের পাঁচ সদস্য-সহ ছ’জনকে খুন

মৃতের দাদার ছেলে ববি বলেন,"এর আগেও কাকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে । বেশ কয়েকবার মারামারিও হয়েছে । রবিবার গভীর রাতে ছেলেমেয়েদের সামনে খুনের ঘটনা ঘটেছে । বিরোধের বিষয়ে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।" ববি জানান, জমিটি ঠাকুমার নামে রয়েছে । তাঁর ছোট কাকা সেটিকে বিক্রি করে দেন । তিনি বলেন, "এর আগেও মায়ের ও মেজ কাকার হাতে ছুরিকাঘাত করা হয়েছে । আমরা থানায়ও যাই, কিন্তু কোনও পদক্ষেপ দেওয়া হয়নি । এরপর রবিবার রাতে কাকাকে গলা কেটে হত্যা করা হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.